চোরের দশ দিন গেরস্তের একদিন

মার্কিন শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা রোববার সাংবাদিকদের এ কথা জানান যে, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে ইরাকি সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা মসুল শহর থেকে বের হওয়ার জন্য সর্বশেষ সড়কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় সন্ত্রাসীরা সেখানে আটকা পড়েছে।  

চোরের দশ দিন গেরস্তের একদিন

মার্কিন শীর্ষ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা রোববার সাংবাদিকদের এ কথা জানান যে, ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে ইরাকি সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা মসুল শহর থেকে বের হওয়ার জন্য সর্বশেষ সড়কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় সন্ত্রাসীরা সেখানে আটকা পড়েছে।  

মার্কিন সেনা কর্মকর্তা ব্রেট এইচ ম্যাকগুর্ক জানান, গতরাতে ইরাকের নবম ডিভিশন মুসলের উত্তর-পশ্চিমে বাদুশের কাছে ওই সড়কের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ম্যাকগুর্ক হচ্ছেন দায়েশ বিরোধী কথিত আন্তর্জাতিক জোট বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত। তিনি সাংবাদিকদের জানান, “মুসলে যেসব দায়েশ এখনো বেঁচে আছে তারা মৃত্যুবরণ করতে যাচ্ছে কারণতারা সবাই ওই শহরে ফাঁদে পড়েছে।”

ইরাকের নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানিয়েছেন, লড়াইয়ে দায়েশের বহু সন্ত্রাসী হতাহত হয়েছে এবং তাদের বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। এছাড়া, মসুলের পশ্চিমে সাবিহ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। এ লড়াইয়েও বহু সন্ত্রাসী নিহত হয়। তিনি বলেছেন: ১৬ ইনফ্যান্ট্রি ডিভিশনের সেনারা বাদুশের পূর্বে দারনাজুখ গ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এবং সেখানকার কয়েকটি ভবনে তারা ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দেয়।

নতুন কমেন্ট যুক্ত করুন