খলিফা বাগদাদি’র ঘনিষ্ঠ সহযোগী নিহত

খলিফা বাগদাদি’র ঘনিষ্ঠ সহযোগী নিহত

খলিফা বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী নিহত

খলিফা বাগদাদি, নিহত, আবু বকর আল-বাগদাদি, সন্ত্রাসী, বিমান হামলা, বাগদাদ, বাগদাদির শ্যালক,

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড এক বিবৃতিতে ঘোষণা করেছে, আবু বকর আল-বাগদাদির শ্যালক আহমেদ হাসান আবু খায়ের এবং শীর্ষ পর্যায়ের আরো ১২ সন্ত্রাসী বিমান হামলায় মারা গেছে। এ হামলায় অন্য ১১ সন্ত্রাসী আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আল-কায়িম শহরটি রাজধানী বাগদাদ থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

জয়েন্ট অপারেশন্স কমান্ড জানিয়েছে, নিহতদের মধ্যে ফালুজা ও ফোরাত এলাকার স্বঘোষিত গভর্নর এবং দায়েশ সন্ত্রাসীদের কথিত উপ যুদ্ধমন্ত্রী রয়েছে। দায়েশের ভেতরে এ সন্ত্রাসী আবু কাসুরা নামে পরিচিত। এছাড়া, রাশিয়া ও চেচনিয়া থেকে আসা বেশ কয়েকজন সন্ত্রাসী রয়েছে। বিমান হামলায় দুটি গাড়ি বোমা, একটি অস্ত্র ভাণ্ডার এবং উল্লেখযোগ্য পরিমাণে উঁচু মাত্রার বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয় বলে ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন