বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে: অ্যামনেস্টি

বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে: অ্যামনেস্টি

বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যুদ্ধাপরাধ করছে: অ্যামনেস্টি

বিদেশী,  মদদপুষ্ট সন্ত্রাসী,  যুদ্ধাপরাধ, অ্যামনেস্টি

আজ (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে যে, সিরিয়ায় তৎপর আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আন-নুসরা ফ্রন্টের পাশাপাশি তথাকথিত আহরার আশ-শামস এবং নুরেদ্দিন জিংকি গোষ্ঠী যুদ্ধাপরাধে লিপ্ত রয়েছে। কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং আমেরিকা মদদ দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আহরার আশ-শামসকে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় অর্ন্তভুক্ত করতে রাশিয়া দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও আমেরিকার বাধার কারণে তাতে সফলতা আসেনি। এর আগে গত মে মাসে খবর বের হয়েছিল, আহরার আশ-শামসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান লাবিব আন-নাহাসকে ইউরোপীয় পাসপোর্টের মাধ্যমে আমেরিকা সফরের অনুমতি দেয়া হয়েছিল। আজ (মঙ্গলবার) অ্যামনেস্টির প্রতিবেদনে যেসব সন্ত্রাসীর গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে তারা সিরিয়ার উত্তরাঞ্চলে নৃশংসতা চালাচ্ছে। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক প্রধান ফিলিপ লুথার বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো এবং ইদলিব প্রদেশে নির্বিচারে যুদ্ধাপরাধসহ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন