রাশিয়াকে বাল্টিক তীরবর্তী অঞ্চলে প্রতিহত করতে পারবে না ন্যাটো

ইউরোপে মার্কিন স্থল বাহিনীর কমান্ডার জেনারেল বেন হজেজ বলেছেন, বাল্টিক তীরবর্তী অঞ্চলে রাশিয়ার ক্ষমতাকে প্রতিহত করতে পারবে না ন্যাটো। তিনি আরো স্বীকার করেছেন, ন্যাটো প্রতিহত করার আগেই বাল্টিক তীরবর্তী দেশগুলোকে চাইলেই মস্কো দখল করে নিতে পারবে।

রাশিয়াকে বাল্টিক তীরবর্তী অঞ্চলে প্রতিহত করতে পারবে না ন্যাটো

ইউরোপে মার্কিন স্থল বাহিনীর কমান্ডার জেনারেল বেন হজেজ বলেছেন, বাল্টিক তীরবর্তী অঞ্চলে রাশিয়ার ক্ষমতাকে প্রতিহত করতে পারবে না ন্যাটো। তিনি আরো স্বীকার করেছেন, ন্যাটো প্রতিহত করার আগেই বাল্টিক তীরবর্তী দেশগুলোকে চাইলেই মস্কো দখল করে নিতে পারবে।

জার্মানির ডাই জেইটকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ন্যাটো বাহিনী পৌঁছে রক্ষা করার আগেই এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া দখল করে নিতে পারবে রুশ বাহিনী।

বাল্টিক তীরবর্তী দেশগুলো রাজধানীসমূহ ৩৬ থেকে ৬০ ঘণ্টার মধ্যেই রুশ বাহিনী দখল করতে পারবে বলে যে মূল্যায়ন এর আগে করা হয়েছে তার সঙ্গে সহমত প্রকাশ করেন বলেও জানান মার্কিন কমান্ডার। তিনি বলেন, রাশিয়া যদি হামলা চালায় তবে ন্যাটো পশ্চিম থেকে পূর্ব ইউরোপে ভারি সামরিক সরঞ্জাম দ্রুত সরিয়ে আনতে পারবে না। পাশাপাশি ন্যাটোর যোগাযোগ ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ ব্যবস্থা মোটেও আড়ি পাতা থেকে নিরাপদ নয়।

 

নতুন কমেন্ট যুক্ত করুন