শেখ কাসিমের পাশে রয়েছে বাহরাইনের জনগণ

শেখ কাসিমের পাশে রয়েছে বাহরাইনের জনগণ

শেখ কাসিমের পাশে রয়েছে বাহরাইনের জনগণ

শেখ কাসিম, বাহরাইন,  শেখ ঈসা আহমাদ, জনগণ, মানামা, নাগরিকত্ব,

বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব বাতিল করার পর তার প্রতি সংহতি জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ।শেখ কাসিমের প্রতি সমর্থন জানিয়ে লোকজন রাজপথে বিক্ষোভে নেমেছেন। একইসঙ্গে তারা কারাগারে আটক মানবাধিকার কর্মী ও রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। রাজধানী মানামার বিভিন্ন এলাকায় শিয়া আলেমের সমর্থনে লোকজন বিক্ষোভ মিছিল করেছেন। তারা ৭৯ বছর বয়সী আলেমের নাগরিকত্ব কেড়ে নেয়ার প্রতিবাদে বাহরাইনের রাজতান্ত্রিক শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় সরকারের এ ধৃষ্ঠতাপূর্ণ পদক্ষেপের নিন্দা জানান তারা। বিক্ষোভকারীরা বাহরাইনের আধ্যাত্মিক নেতা ও সর্ববৃহৎ বিরোধী জোট আল-ওয়েফাকের প্রধানের ছবিও বহন করেন।

শেখ কাসিম, বাহরাইন,  শেখ ঈসা আহমাদ, জনগণ, মানামা, নাগরিকত্ব,

রাজধানী মানামার পাঁচ কিলোমিটার দক্ষিণে সিত্রা দ্বীপেও বিক্ষোভ হয়েছে। তবে সেখানে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বাহরাইনের নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছোড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে একদল তরুণ কিং ফাহাদ সংযোগ সড়ক অবরোধ করে। এ সড়কটি বাহরাইনের সঙ্গে সৌদি আরবকে সংযুক্ত করেছে।

শেখ কাসিম, বাহরাইন,  শেখ ঈসা আহমাদ, জনগণ, মানামা, নাগরিকত্ব,

লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনও শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার নিন্দা করেছে। বাহরাইন সরকারের এ পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলেছে এটি সৌদি ষড়যন্ত্র।

শেখ কাসিম, বাহরাইন,  শেখ ঈসা আহমাদ, জনগণ, মানামা, নাগরিকত্ব,

 

নতুন কমেন্ট যুক্ত করুন