ইরান বিদেশের সাথে ব্যাংঙ্কিং লেনদেন করতে পারবে: কেরি

ইরান বিদেশের সাথে ব্যাংঙ্কিং লেনদেন করতে পারবে: কেরি

ইরান বিদেশের সাথে ব্যাংঙ্কিং লেনদেন করতে পারবে: কেরি

ইরান,  বিদেশ, ব্যাংঙ্কিং লেনদেন, কেরি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী,

ইরানের ছয় জাতিগোষ্ঠীর ঐতিহাসিক পরমাণু সমঝোতার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ ঘোষণা দিয়েছে যে, ইরানের সঙ্গে বিদেশি ব্যাংকগুলো ব্যবসা করতে পারবে। আমেরিকা বলেছে, তেহরানের সঙ্গে বিদেশি ব্যাংকগুলোর ব্যবসা করার বিরোধী নয় ওয়াশিংটন। ।

তিনি বলেন, পরমাণু সমঝোতার পর ইরানের সঙ্গে অনুমোদিত ব্যবসা করার ক্ষেত্রে আমেরিকা বিদেশি ব্যাংকগুলোর বিরোধী নয় কিংবা এ ধরনের ব্যবসার ক্ষেত্রে বিরোধিতাও করবে না। আমেরিকা প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরোপিত পরমাণু সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলেও জোর দিয়ে ঘোষণা করেন কেরি। নিউ ইয়র্কের একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার পাশে বসা ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। 

জারিফ এ সময় কেরির বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের যে অধিকার স্বীকার করা হয়েছে তা কার্যকর হবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন