গোলান ফেরত নিতে প্রয়োজনে ইসরাইলে হামলা চালাব: সিরিয়া

গোলান ফেরত নিতে প্রয়োজনে ইসরাইলে হামলা চালাব: সিরিয়া

গোলান ফেরত নিতে প্রয়োজনে ইসরাইলে হামলা চালাব: সিরিয়া

গোলান,  ইসরাইল,  হামলা, সিরিয়া, গোলান মালভূমি, ফয়সাল মিকদাদ,

অধিকৃত গোলান মালভূমি ফেরত পাওয়ার জন্য সিরিয়ার সামনে যেকোনো ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে। এ জন্য প্রয়োজনে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে। এসব কথা বলেছেন, সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।

“গোলান মালভূমি চিরদিন তেল আবিবের হাতে থাকবে” বলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করার পর গতকাল (রোববার) সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেয়া উচিত। অধিকৃত গোলান এলাকায় ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক হয়।

ফয়সাল মিকদাদ জোর দিয়ে বলেন, “আন্তর্জাতিক আইন অনুসারে অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং ইসরাইলের কাছ থেকে তা ফেরত নেয়া হবে। এ বিষয়ে সিরিয়ার সামনে সব ধরনের পথ খোলা রয়েছে। এজন্য আমরা প্রস্তুতও রয়েছি।” লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়েদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মিকদাদ।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন