সৌদি গণহত্যায় ইসরাইলি অপরাধ চাপা পড়েছে: আবদুল মালিক হুথি

সৌদি গণহত্যায় ইসরাইলি অপরাধ চাপা পড়েছে: আবদুল মালিক হুথি

সৌদি গণহত্যায় ইসরাইলি অপরাধ চাপা পড়েছে: আবদুল মালিক হুথি 

সৌদি,  ইসরাইল,  আবদুল মালিক হুথি, ইয়েমেন, আনসারুল্লাহ

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালিক হুথি গত শুক্রবার মন্তব্য করেছেন যে, সৌদি অপরাধযজ্ঞ ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি অপরাধযজ্ঞকে আচ্ছন্ন করে ফেলেছে।  

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় প্রায় প্রতি শুক্রবারের মত গত শুক্রবারও অনুষ্ঠিত হয়েছে সৌদি আগ্রাসন বিরোধী জনসমাবেশ ও গণ-মিছিল। লাখ লাখ জনতা মার্কিন ও সৌদি সরকার এবং ইসরাইল-বিরোধী শ্লোগান দেন। গত পরশুও (শুক্রবার) সেখানকার সড়কগুলো ছিল প্রতিবাদী জনতায় ভরপুর।

 

লাখ লাখ ইয়েমেনি সমবেত হন সানার সাবায়িন স্কয়ারে। রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের অন্যান্য শহরগুলোতেও সৌদি আগ্রাসন বিরোধী ব্যাপক গণ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিল ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরুর প্রথম বার্ষিকী। 

সানায় প্রতিবাদী ইয়েমেনিদের হাতে ছিল দেশটির জাতীয় পতাকা এবং জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালিক হুথির ছবি।

হুথি নেতা সাইয়্যেদ আবদুল মালিক টেলিভিশনে দেয়া এক ভাষণে তার দেশের ওপর সৌদি সরকারের ধ্বংসাত্মক আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা জানান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন। সৌদি আগ্রাসন নিরপরাধ বেসামরিক ইয়েমেনি জনগণকে হত্যা করা ছাড়া আর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। এ আগ্রাসনের ফলে ইয়েমেন এবং আশপাশের নানা অঞ্চলের সব পর্যায়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাইয়্যেদ আবদুল মালিক মন্তব্য করেন।

সৌদি সেনা ও তাদের অনুচর গোষ্ঠী ইয়েমেনের একটি প্রজন্মকে পুরোপুরি ধ্বংস করতে এবং দেশটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায় বলে আবদুল মালিক উল্লেখ করেন। ব্রিটেন ও মার্কিন সরকার সৌদি সরকারকে ইয়েমেন-বিরোধী আগ্রাসনে সহায়তা দিচ্ছে বলে তিনি জানান। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি-ইসরাইলি-মার্কিন জোট সক্রিয় বলেও জনপ্রিয় আনসারুল্লাহর নেতা মন্তব্য করেন। 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ পরিষদ কেবল দাম্ভিক ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোকেই নিরাপত্তা যোগাচ্ছে। জাতিসংঘের ইশতেহার মজলুম জনগণের জন্য প্রণয়ন করা হয়নি, তা কেবলই বলদর্পী ও স্বৈরশাসকদের সেবার জন্য তৈরি করা হয়েছে বলে হুথি নেতা ক্ষোভ প্রকাশ করেন।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন