সিরিয়ায় গ্রামগুলোকে আল-কায়েদা’র কবল থেকে সন্ত্রাসীদের দখলমুক্ত করছে রাশিয়া

লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মা’রাত আন-নুমান শহরে আল-কায়েদা’র সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রিত একটি কারাগার ও একটি ধর্মীয় আদালতে হামলা চালায় রা

সিরিয়ায় গ্রামগুলোকে আল-কায়েদা’র কবল থেকে সন্ত্রাসীদের দখলমুক্ত করছে রাশিয়া

লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে মা’রাত আন-নুমান শহরে আল-কায়েদা’র সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রিত একটি কারাগার ও একটি ধর্মীয় আদালতে হামলা চালায় রাশিয়া। 

জঙ্গিদের নিয়ন্ত্রিত শহরটির কয়েকটি ভবনে রুশ জঙ্গিবিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এতে অন্তত ২৯ সন্ত্রাসী নিহত হয়। 

সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা শুরু করে রাশিয়া। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কয়েকটি গ্রাম দখল করে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে দেশটির সরকারি সেনারা। 

এ ছাড়া, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, রুইসেত আল-কামুয়া, আল-মাগেইরা, হাউশ আল-মাগেইরা, রুইসেত বানি জাযি এবং কেদিন গ্রাম সন্ত্রাসীদের দখলমুক্ত হয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন