ওহাবীদের ষড়যন্ত্র ও হত্যাকান্ড-২

ওহাবীদের ষড়যন্ত্র ও হত্যাকান্ড-২

ওহাবীদের ষড়যন্ত্র ও হত্যাকান্ড-

ওহাবী, সালাফি, তাবলিগ জামাত, খারেজি, দায়েশ, জেএমবি, আনসারুল্লাহ, আব্দুল্লাহ বিন ওহাব, সৌদি আরব, ইবনে তাইমিয়া,

পূর্ব আলোচনার পরে, আজকে আমরা আমরা আমাদের সম্মানিত দর্শকদের অবগতির জন্য নিন্মে ওহাবীদের কিছু অমানুষিক কর্মকান্ডের বিবরণ উপস্থাপন করবো:

আহলে সুন্নাতের বিরূদ্ধে আলে সউদের অপরাধমূলক কর্মকান্ড:

১- যখন মোহাম্মাদ বিন আব্দুল ওহাব এবং মোহাম্মাদ বিন সউদ একত্রিত হয় এবং সর্বপ্রথম যে এলাকাটি তাদের রোষনলের মুখে পতিত হয় তা হচ্ছে রিয়াদ। আর উক্ত যুদ্ধগুলো প্রায় ৩০ বছর পর্যন্ত অব্যাহত থাকে এবং তাতে প্রায় ৪ হাজার মানুষ মারা যায়।

তাদের মধ্যে অনেকেই যারা ১১৮৭ সালে মোহাম্মাদ বিন সউদের ভয়ে মরূভূমিতে পলায়ণ করে তাদের অধিকাংশই ক্ষুধা এবং পিপাসার কারণে মারা যায়।

আর  যারা এভাবে মারা যায় তাদের সংখ্যা ছিল প্রায় ৪০০ জন। আর যারাই সউদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছিল তাদরেকে তারা হত্যা করেছিল।

২- ১১৬৩ সালে ওহাবীদের হত্যাযজ্ঞ:

১১৬৩ সালে ওহাবীদের সৈন্যরা আইনেহ’এর পুরুষ ও শিশুদেরকে হত্য করে এবং নারীদেরকে আটক করে। তাদের ঘরবাড়িকে ভেঙ্গে দেয় কৃষিক্ষেতে এবং গাছপালাতে আগুন লাগিয়ে দেয়। আর এভাবে তারা আইনেহ কে ধ্বংসাবশেষে পরিণত করে।

৩- হারিমালেহ শহরের অধিবাসীরা মোহাম্মাদ বিন আব্দুল ওহাব’এর ভাই সুলাইমান বিন আব্দুল ওহাব’এর জ্ঞানালোকের বিরোধিতা করে। আর তাই ১১৬৮ সালে আব্দুল আজিজ বিন মোহাম্মাদ বিন সউদ উক্ত এলাকায় হামলা করে এবং ১০০ জনেরও বেশী পুরুষদেরকে হত্যা করে এবং তাদের তাদের সকল মালামাল এবং সম্পদকে লুট করে নেয়। আর উক্ত শহরটিকে “ফেয়” (জনগণের সম্পদকে রাজস্ব সম্পত্তি হিসাবে নিয়ে নেয়া) হিসেবে, তাদের বাড়িগুলো এবং খেজুরের বাগানগুলোকে ওহাবীরা গণিমতের মাল হিসেবে আখ্যায়িত করে।

৪- মক্কায় আলে সউদের হামলা:

১২১৮ সালে আলে সউদের সৈন্যবাহিনীরা মক্কায় হামলা করে। তারা কবরস্থানের সকল চিহ্ন সমূহ হজরত মোহাম্মাদ (সা.) এর জন্মস্থান, জমজমের উপরে তৈরীকৃত গুম্বজকে এবং কাবা ঘরের আশেপাশে অবস্থিত সকল ঘরকে তারা ভেঙ্গে দেয়।

তারা আউলিয়াদের মাজারে দোয়া চাওয়া এবং অন্যান্য মাযহাবের (হানাফি, মালেকি, শাফেয়ী)নামাজের পদ্ধতির উপরে নিষেধাজ্ঞা জারী করে দেয়। তাদের এহেন কর্মকান্ডের ফলে তারা কাবার সৈন্যদের কাছে পরাজিত হয় এং তাদেরকে সেখান থেকে বাহির করে দেয়া হয়।

৫- মদীনাতে আলে সউদের অত্যাচার:

১২২০ সালে আলে সউদ মদীনাতে প্রবেষ করতে সক্ষম হয়।

তারা মদীনার অধিকাং জনগণকে ‘নাকেসিন’ বলে আখ্যায়িত করে। এবং মসজিদে নবাবী’এর খাদেমকে তারা অত্যাচার করা শুরু করে যেন সে বাধ্যে হয়ে মদীনার মাজারের কোষাগারের ঠিকানা তাদেরকে বলে দেয়। অতঃপর তারা জান্নাতুল বাক্বি’এর দিকে অগ্রসর হয় এবং সেখানে অবস্থিত সকল কবরের গুম্বুজকে ভেঙ্গে দেয়। এমনকি তারা হজরত উসমান এবং পবিত্র ইমমাদের কবরকেও ভেঙ্গে দেয়।

৬- ক্বাতিফে ওহাবীদের অত্যাচার:

১২০৬ সালে মূর্তি ভাঙ্গার অজুহাতে ওহাবীরা ক্বাতিফ নামক শহরে প্রবেশ করে এবং শরটিকে ঘিরে ফেলে এবং সেখানে তারা যাকেই দেখতে পেয়েছিল তাকেই হত্যা করেছিল। তাদের উক্ত হত্যাযজ্ঞের কারণে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছিল প্রায় ১৫০০। ওহাবীরা সেখানের লোকজনের সকল মালামালকে লুট করে নেয়। কাতিফ’এর পরে তারা আল ফরযা নামক স্থানে হামলা করে ্েবং সেখানেও তারা হত্যাযজ্ঞ চালায় কিন্তু তারপরেও জনগণ ওহাবী মতাদর্মকে মেনে নিতে অস্বীকার করে।

৭- ‘এহসা’ নামক স্থানে ওহাবীদের অত্যাচার:

১২০৭ সালে আলে সউদের বিশাল বাহিনী ‘এহসা’ নামকেএলাকার দিকে অগ্রসর হয় এবং তারা পথের মধ্যে যাকেই দেখতে পাই তাকেই হত্যা করতে থাকে। ওহাবী সৈন্যরা খেজুরের বাগান সমূহ, চাষাবাদের জমিগুলোকে ধ্বংস এবং গবাদি পশুগুলোকে লুট করতে থাকে। তারা এভাবে একদিনে ৬০০ মানুষকে হত্যা করে এবং তাদের মালামালকে লুট করে নেয়।

৮- ১২১০ সালে ‘এহসা’ নামক স্থানে ওহাবীদের অত্যাচার:

ইবনে বাশার উক্ত হামলা সম্পর্কে এরূপ পতিবদেন উপস্থাপন করেন যে, যখন সুবহে সাদিক হয় তখন ফজরের নামাজের পূর্বে সৈন্যরা তাদের ঘোড়ায় আরোহন করে এবং একত্রে উক্ত শহরে হামলা করে। তাদের হামলার কারণে মাটি কাঁপতে থাকে এবং আকাশ ধূলা এবং তাদের লাগানো আগুনের ধোঁয়ার কারণে কালো আকার ধারণ করে। অনেক নারীরা ভয়ের কারণে তাদের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। ওহাবীরা এভাবে উক্ত শহরে প্রবেশ করে এবং খেনে কয়েক মাস অবস্থান করে। উক্ত সময়ের মধ্যে তারা যাকে ইচ্ছা হত্যা করতো এবং যাকে ইচ্ছা নির্বাসন দিত এবং যাকে ইচ্ছা কারাগারে বন্দি করতো। আলে সউদ উক্ত হামলার মাধ্যেমে এত পরিমাণ সম্পদ জমা করে যে, তার কোন নিদৃষ্ট পরিমাণ ছিল না।

৯- ইমাম হুসাইন (আ.)’এর মাজারে ওহাবিদের হামলা:

১২১৬ সালে ওহাবীরা কারবালাতে হামলা করে এবং তা ১২২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকে। সউদ আমীরের নেতৃত্বে ওহাবীরা কারবালা শহরকে ঘেরাও করে এবং তার সৈন্যরা সকালে কারবালাতে প্রবেশ করে।

ওহাবীরা অধিকাংশ মানুষকে বাজার এবং রাস্তায় হত্যা করে এবং ইমাম হুসাইন (আ.)’এর মাজারের উপরে গুম্বজকে ভেঙ্গে দেয় এবং ইমাম হুসাইন (আ.)’এর কবরকে ঢেকে রাখা বাক্স যা মূল্যবান পাথর দ্বারা সজ্জিত করা হয়েছিল তা লুট করে নেয়। সউদের সেনাবাহিনী যোহরের সময় কারবালা থেকে বাহিরে চলে যায় এবং উক্ত সময়ের মধ্যে তারা কারবালার দুই হাজার অধিবাসীকে হত্যা করে।

চলবে... 

নতুন কমেন্ট যুক্ত করুন