‘সৌদি জোটকে ব্রিটিশ অস্ত্র দিয়ে ইয়েমেনে আগ্রাসান চালাতে দেবেন না’

‘সৌদি জোটকে ব্রিটিশ অস্ত্র দিয়ে ইয়েমেনে আগ্রাসান চালাতে দেবেন না’

‘সৌদি জোটকে ব্রিটিশ অস্ত্র দিয়ে ইয়েমেনে আগ্রাসান চালাতে দেবেন না’

 

ব্রিটেনের অস্ত্র ব্যবসা বিরোধী সংস্থা ক্যাম্পেইন অ্যাগেনিস্ট আর্মস ট্রেড বা সিএএটি বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সৌদি জোটের আগ্রাসনে ব্রিটিশ অস্ত্র যেন ব্যবহার না হয় তার নিশ্চয়তা লন্ডন সরকারকে দিতে হবে।

 

সিএএটি’র মিডিয়া কোঅর্ডিনেটর অ্যাড্রু স্মিথ বলেন, ইয়েমেনের  বিরুদ্ধে আগ্রাসনে সৌদি আরব যেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে না পারে তার নিশ্চয়তা লন্ডন সরকারকে দিতে হবে। শুধু তাই ইয়েমেনে বোমা হামলায় ব্যবহৃত সৌদি জোটের জঙ্গি বিমানগুলোকে প্রস্তুত করার ক্ষেত্রে কোনো ব্রিটিশ কোম্পানি ,  কর্মী, প্রকৌশলী বা বিএই’র কর্মী যেন জড়িত না থাকে  তার নিশ্চয়তাও ব্রিটিশ সরকারকে দিতে হবে।

 

এর আগে রাশিয়ার চ্যানেল আরটি প্রচারিত খবরে বলা হয়েছে, ইয়েমেনের আগ্রাসনে অর্থাৎ বিমান হামলায় ব্রিটিশ অস্ত্র ব্যবহার হয়েছে এবং এতে নারী ও শিশুসহ বেসামরিক ও নিরীহ অনেক মানুষ নিহত হয়েছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন