বিশ্ব জমিদার হতে চায় ইসরাইল!
বিশ্ব জমিদার হতে চায় ইসরাইল!
টিভি শিয়া: উত্তর ইরাকের নিনেভা প্রদেশের মসুল ও এর আশেপাশের শহরগুলোতে বসবাসকারী খ্রিস্টান, ইজাদি ও তুর্কমেনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমি কেনার হিড়িক পড়েছে। তারা ওই এলাকা ছাড়তে সহজেই তাদের ভূ-সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। স্থানীয় এজেন্সিগুলো তা কিনে নিয়ে আরো বেশি দামে ইহুদিবাদী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে। সেখানে দুই হাজারের বেশি ইহুদির জন্য আবাসন তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকার সংখ্যালঘুদেরকে ঘর-বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যাওয়ার জন্য সময়সীমা বেধে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এভাবেই কি ইসরাইল দখল করতে চায় সারা বিশ্বকে? মুসলমান নামধারীদের মাধ্যমে মুসলমানদের জমি কেড়ে এক বিশাল রাজ্যে বানাতে চায় ইসরাইল। আর এ কাজে তাকে সাহায্যে করছে আরব দেশগুলো।