সিপাহে সাহাবারা দলীয় কোন্দলের জন্য শিয়া এবং ইরানকে অভিযুক্ত করেছে

সিপাহে সাহাবারা দলীয় কোন্দলের জন্য শিয়া এবং ইরানকে অভিযুক্ত করেছে

সিপাহে সাহাবারা দলীয় কোন্দলের জন্য শিয়া এবং ইরানকে অভিযুক্ত করেছে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা, কুদস দিবস, জুমআতুল বিদা, কুদস,সাদক্বা, দান খয়রাত, ফেতরা, জাকাত, সাদকা, ভিক্ষা,  শবে বরাত, লাইলাতুল বরাত, দায়েশ, জঙ্গি,

টিভি শিয়া: সিপাহে সাহাবার রাহে হাক্ব নামক একটি শাখা দলের নেতা ইব্রাহিম কাসিম সিপাহে সাহাবাদের প্রাদেশিক কর্মকর্তাদের এক বৈঠকে দুটি সক্রিয় কর্মীরা মৃত্যুর মূল কারণ সম্পর্কে বলে:  সম্প্রতি মৌলভী জাভেদ এবং শেখ আব্দুল হত্যা করা হয়েছে এরা দুজন ছিল পাকিস্তান এবং আইএসআই-এর গুপ্তচর। তারা পাকিস্তান গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীকে বাজুর থেকে সাওয়াবীতে পালিয়ে যাওয়া পাকিস্তানের তালেবান কমান্ডারদের গুপ্তস্থান সম্পর্কে অবগত করতো এবং তাদেরকে গ্রেফতার করতে সাহায্যে করতো। তারা তালেবানদের গুপ্তস্থান সম্পর্কেও তথ্য সংগ্রহের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা রাখতো। সুতরাং তালেবানরা তাদেরকে খুঁজে বের করে হত্যা করে।

যদিও তারা সিপাহে সাহাবার কমান্ডার ছিল কিন্তু তালেবানদের কাছে তাদের অপরাধ ছিল মার্জনার অযোগ্য। কেননা তালেবানরা সর্বদা সিপাহে সাহাবার সাথে ছিল এবং তারা হচ্ছে উক্ত দলের উর্দ্ধতন নেতা। তাদের মতে যে  তালেবানের গুপ্তচরবৃত্তি করবে তারা কখনও দলের বিশ্বস্ত সদস্য হতে পারবে না। সে বলে এ দুজনের হত্যার কারণ এবং হত্যাকারী সম্পর্কে কেউ যেন কিছুই না জানতে পারে। বরং এ দুইজনকে হত্যার ঘটনাকে প্রকাশ করা হোক এবং তাদের হত্যাকারীদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হোক।

মৌলভী জাভেদ সিপাহে সাহাবার প্রধান এবং পেশাওয়ার জামে মসজিদের পেশ ইমাম ছিল এবং সে ১৮টি মাদ্রাসা পরিচালনা করতো। শেইখ আব্দুল মোহসিন ও মসজিদের ইমামে জামাআত এবং দলের উর্দ্ধতন নেতা ছিল। সম্প্রতি প্রথমে শেইখ মোহসিন এবং তার কয়েক দিন পরে মৌলভী জাভেদকে হত্যা করা হয়।

তালেবানরা মৌলভি জাভেদ এবং শেইখ আব্দুল মোহসিন-এর হত্যাকারি হিসেবে শিয়া এবং ইরানকে অভিযুক্ত করেছে এবং জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য মিছিলে আয়োজন করে। যদিও উক্ত ঘটনাটি তাদের দলিয় বিভেদ এবং ব্যাক্তিগত সমস্যার কারণে সংঘটিত হয়। 

নতুন কমেন্ট যুক্ত করুন