পাকিস্থানে জিও নিউজ চ্যানেলে হজরত আলী ও হজরত ফাতেমা (আ.) কে অবমাননা করায় ঈমানী জনগণের প্রতিবাদ + ছবি
পাকিস্থানে জিও নিউজ চ্যানেলে হজরত আলী ও হজরত ফাতেমা (আ.) কে অবমাননা করায় ঈমানী জনগণের প্রতিবাদ + ছবি
টিভি শিয়াঃ রাসুল (সা.) এর পবিত্র আহলে বাইত (আ.) এর প্রতি অবমাননামূলক ভিডিও প্রচারের পরে পাকিস্থানের জনগণ জিও নিউজ নামক চ্যানেলটিকে বন্ধ করে দেয়ার দাবী জানিয়েছে। তারা বলেছে যে উক্ত অবমাননাটিকে কোনভাবেই মুসলমানরা মেনে নিতে পারে না।
পাকিস্থানের মুমিন মুসল্লি, রাজনৈতিক কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় দলের সমর্থকরা শুক্রবারে জুমআর নামাজের পরে করাচি, ফয়সালাবাদ, লাহোর, ইসলামাবাদ, রাওয়াল পিন্ডিতে প্রতিবাদ মূলক মিছিল করে এবং জিও নিউজ নামক চ্যানেলে রাসুল (সা.) আহলে বাইতের নামে প্রচারিত আপত্তিমূলক অনুষ্ঠানের বিরোধিতা এবং তা বন্ধ করার জন্য দাবী করে।
জিও নিউজ চ্যানেলের প্রভাতের অনুষ্ঠানে “জাগো পাকিস্থানবাসী” নামক এক অনুষ্ঠানে মুসলিম জাহানের চতূর্থ খলিফা হজরত আলী (আ.) ও জান্নাতের রাণী হজরত ফাতেমা (সা.আ.) এর বিবাহকে উপলক্ষ করে একটি অবমাননা মূলক অনুষ্ঠান প্রচার করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী সংগীত প্রচারের সাথে অভিনয়ও করা হয় এবং উক্ত অভিনয়ে পাকিস্থানের প্রসিদ্ধ নারী ভিনা মালিক এবং তার স্বামী আসাদ খাটাক্ব অংশগ্রহণ করে।
উক্ত দম্পতি দেশের বাইরে বিবাহ করে এবং উক্ত চ্যানেলটি তাদের বিবাহের অনুষ্ঠান প্রচারের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানটি প্রচারের পরে বিভিন্ন ইসলামী এবং রাজনৈতিক দল সমূহ বিশেষত শিয়া ইশনা আশআরীরা এর বিরোধিতা করে এবং উক্ত জিও নিউজ চ্যানেলটিকে বন্ধ করার দাবী জানায়। তারা বলে যে উক্ত চ্যানেলের কর্মকর্তারা ইসলাম এবং আহলে বাইত (আ.) এর অবমাননা করেছে এবং তা ক্ষমার যগ্যে না।
ইত্তেহাদ পরিষদের প্রধান হামিদ রেযা নামক এক সুন্নী আলেম খবরের কনফারেন্সে বলেনঃ যেহেতু জিও নিউজ চ্যানেলটিতে আহলে বাইত (আ.) এর অবমাননায় এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছে তাই উক্ত চ্যানেলটি দেখা হচ্ছে হারাম। তিনি আরো বলেন যদি পাকিস্থান সরকার উক্ত চ্যানেলটি বন্ধের পদক্ষেপ না নেয় তাহলে জনগণের দ্বায়িত্ব হচ্ছে উক্ত চ্যানেলটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়া।
আহলে সুন্নাতের আরো একজন বড় আলেম বলেছেনঃ পাকিস্থানের আহলে সুন্নাতের অনুসারীরা উক্ত চ্যানেলটি বন্ধ করার জন্য কোর্টে আবেদন জানাবে। তিনি আরো বলেনঃ মুত্তাক্বিনদের মওলা হজরত আলী (আ.) এবং রাসুলের দুলালি হজরত ফাতেমার শানে কাওয়ালির সাথে এমন এক নষ্টা নারীর অভিনয় কোনভাবেই মেনে নেয়া সম্ভব না।