তুরস্কের শ্রমিক ইউনিয়ন খনি বিস্ফোরণের ঘটনায় একদিনের ধর্মঘটে

তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ২৮২ জন নিহত হওয়ার ঘটনায় ধর্মঘট ডেকেছে দেশটির কয়েকটি বড় শ্রমিক ইউনিয়ন।

তুরস্কের শ্রমিক ইউনিয়ন খনি বিস্ফোরণের ঘটনায় একদিনের ধর্মঘটে
তুরস্কের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ২৮২ জন নিহত হওয়ার ঘটনায় ধর্মঘট ডেকেছে দেশটির কয়েকটি বড় শ্রমিক ইউনিয়ন।

গতকাল তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সোমা শহরের কয়লাখনিতে এ বিস্ফোরণ ঘটে। এর বিরুদ্ধে ক্ষোভ জানাতে শ্রমিক ইউনিয়নগুলো বৃহস্পতিবার একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। তারা বলেছে- সোমার খনি এলাকায় সরকার নীচুমানের নিরাপত্তার ব্যবস্থা করেছিল।

এক যৌথ বিবৃতিতে শ্রমিক ইউনিয়নগুলো বলেছে, “সোমা শহরে আমাদের কয়েকশ’ শ্রমিক ভাইকে দিয়ে শুরু থেকেই নিবর্তনমূলকভাবে কয়লা তোলার কাজ করানো হচ্ছিল যাতে সর্বোচ্চ লাভ পাওয়া যায়।”

তুরস্কের কনফেডারেশন অব রেভ্যুলিউশনারি ট্রেড ইউনিয়নের নেত্রী আরজু চেরকেজওগ্লু জানান, আজকের ধর্মঘটে তুরস্কের বড় বড় সব শ্রমিক ইউনিয়ন যোগ দিতে রাজি হয়েছে। তিনি তুরস্কের শ্রমিক মন্ত্রণালয় অভিমুখে শোভাযাত্রা করারও আহ্বান জানান।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন