অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করছে সিরিয়রা: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের জনগণ অজ্ঞতা ও অন্ধকারাচ্ছন্ন চিন্তাধারার সঙ্গে লড়াই করছে যা আরব এই দেশটি এবং এর ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি সৃষ্টি করেছে।

অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করছে সিরিয়রা: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের জনগণ অজ্ঞতা ও অন্ধকারাচ্ছন্ন চিন্তাধারার সঙ্গে লড়াই করছে যা আরব এই দেশটি এবং এর ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি সৃষ্টি করেছে।

আসাদ সিরিয়ার শিক্ষকদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন। সন্ত্রাসীদের হুমকি সত্ত্বেও শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে যাওয়া শিক্ষকদের উদ্দেশে তিনি বলেছেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনাগুলো সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধরতদের বাস্তব চেহারা তুলে ধরেছে।

আসাদ বলেন, সিরিয়ার সর্বস্তরের জনগণ, বিশেষ করে শিক্ষক সমাজের দৃঢ়তা আরব এই দেশটির প্রতি সহায়তা ও সমর্থনের অন্যতম মূল ভিত্তি।

সন্ত্রাসীদের হুমকিতে ভীত-সন্ত্রস্ত না হওয়ার জন্য শিক্ষকদের প্রশংসা করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, 'এই শিক্ষকরা উচ্চ পর্যায়ের দেশপ্রেম ও মানব-প্রেমের অনুভূতি নিয়ে এটা বুঝতে পেরেছেন যে, যারা তাদের হুমকি দিচ্ছে তারা সিরিয়ায় শিক্ষার চাকা বন্ধ করতে চায় ও শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করতে চায় যাতে তাদেরকে অজ্ঞতার আঁধারে ডুবিয়ে রাখা যায়। আর এ জন্যই সিরিয়ার শিক্ষকরা তাদের দায়িত্ব পালন ও দেশের প্রতি সেবা অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছেন।'
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন