পোল্যান্ড যাচ্ছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান

পোল্যান্ড যাচ্ছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান

পোল্যান্ডে যাচ্ছে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান

পোল্যান্ড , মার্কিন, আমেরিকা, ওয়াশিংটন, ইউক্রেন, রাশিয়া, জঙ্গিবিমান,  Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, ব
পোল্যান্ডে ১২টি এফ-১৬ জঙ্গিবমানের একটি বহর পাঠাচ্ছে আমেরিকা। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, একটি ‘প্রশিক্ষণ মহড়া’য় অংশ নিতে এসব জঙ্গি বিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যখন আমেরিকার সঙ্গে রাশিয়ার তীব্র টানাপড়েন চলছে তখন এ খবর জানাল ওয়ারশ’।

পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ৩০০ মার্কিন সেনাও দেশটিতে মোতায়েন করা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব মার্কিন জঙ্গিবিমান ও সেনা মোতায়েন সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাসেক সোনটা বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল ও তার পোলিশ সমকক্ষ তোমায সেইমোনিয়াকের মধ্যে এক টেলিফোন আলাপে জঙ্গিবিমান পাঠানোর ব্যাপারে ঐক্যমত্য হয়েছে।

পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনের ক্রিমিয়ায় বর্তমানে রুশ সেনা মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার ক্রিমিয়ার পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে সর্বসম্মত রায় দিয়েছে। এ ব্যাপারে সেখানকার জনগণের মতামত নেয়ার জন্য আগামী ১৬ মার্চ গণভোট অনুষ্ঠিত হবে। তবে ইউক্রেনের বর্তমান পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকার এ গণভোটকে অবৈধ ঘোষণা করে ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সেরগেই আসকিওনভের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউক ক্রিমিয়াকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছেন।

এ অবস্থায় ক্রিমিয়াকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। এ কারণে সম্ভাব্য সামরিক সংঘাতের কথা মাথায় রেখে আমেরিকা পোল্যান্ডে এফ-১৬ জঙ্গিবিমান পাঠাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন