ইতিহাসে আজ : ২ মার্চ

ইতিহাসে আজ : ২ মার্চ

ইতিহাসে আজ : ২ মার্চ
১৫২৫ সালের দোশরা মার্চ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় । বুদাপেস্টে অটোম্যান সেনাদের সাথে হাঙ্গেরীয় সেনাদের যুদ্ধের সময় শহরটি ধ্বংস হয়ে যায় । এর কিছু আগে ওসমানীয়রা মহকের যুদ্ধে হাঙ্গেরীর বাদশাহকে পরাস্ত করে এবং এভাবে তারা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্যন্ত তারা তাদের সাম্রাজ্য বিস্তৃত করে ।
১৮৯৬ সালের এ দিনে ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন । ব্যবহারিক পদার্থ বিজ্ঞানে স্ফফিটিকের মধ্যে দিয়ে আলোক সঞ্চালনের উপর এটি ছিল তার ডক্টরেটের থিসিস । বিখ্যাত এ বিজ্ঞানী ১৮৫২ সালের ১৫ ই ডিসেম্বর প্যারিসে বিখ্যাত বৈজ্ঞানিক পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ১৮৭৪ সালে পদার্থ বিজ্ঞানের প্রকৌশলী হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন এবং মাত্র তিন বছর পর অর্থাৎ ১৮৭৭ সালে তিনি ঐ বিভাগের প্রধান হন । তিনি ১৮৯২সালে প্যারিস মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস বিষয়ক পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন । অব্যাহতভাবে তেজস্ক্রিয়তা উদ্ভাবনের উপর কৃতিত্ব অর্জন করায় তিনি ১৯০৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরুষ্কার লাভ করেন। এ সময় পদার্থ বিজ্ঞানে দুজনকে নোবেল পুরুষ্কার দেয়া হয়। এন্টনী হেনরী বেকুইরেল ১৯০৮ সালের ২৫ শে আগস্ট মৃত্যুবরণ করেন ।
১৯৫৬ সালের এ দিনে উত্তর আফ্রিকার সবচেয়ে প্রাচীনতম দেশ মরক্কো স্বাধীনতা লাভ করে । আটলান্টিক ও ভূমধ্য সাগরের পশ্চিমতীরে এ দেশটি অবস্থিত । দেশটির সাথে আলজেরিয়ার সীমান্ত রয়েছে । সপ্তম শতাব্দীর শেষ দিকে মরক্কো বিজয়ের পর থেকে মুসলমানরা কয়েক প্রজন্ম সেখানে শাসন করে । পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয় সরকারগুলো মরক্কোয় আগ্রাসন অভিযান শুরু করে । ১৯১২ সালে ফাস নামক চুক্তি অনুয়ায়ী দেশটি ফরাশী এবং স্পেনের সমর্থন পুষ্ট ছিল । এ সময়ের মধ্যে মরক্কোর জনগণের মধ্যে স্বাধীনতার প্রেক্ষাপট তৈরী হয় এবং আবুল করিম রিফির নেতৃত্বে তারা ফরাশী ও স্পেনের উপনিবেশবাদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ঘটায়। ঐ অভ্যুত্থানের মাধ্যমে মরক্কোর একটি অংশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । কিন্তু ১৯২৬ সালে ফরাশী ও স্পেন উপনিবেশবাদীদের সর্বাত্মক হামলার ফলে তাদের সেই অভ্যুত্থান ব্যর্থ হয় । তবে উপনিবেশবাদীদের হামলা এবং চাপ সত্ত্বেও মরক্কোর মুসলমানরা সংগ্রাম চালিয়ে যায় । অবশেষে ১৯৫৬ সালে দেশটি স্বাধীনতা লাভ করে ।
হিজরী ১১৮৬ সালের এ দিনে খ্যাতনামা ফকীহ, মোহাদ্দেস , গবেষক ও লেখক শেখ ইউসুফ বাহরানী ইরাকের কারবালায় পরলোকগমন করেন । তার লেখা বিখ্যাত গ্রন্থ লুঁয়ে লুঁয়ে বাহরাইন বা দুই সমুদ্রের মুক্তা থেকে জানা যায় যে তিনি তার পিতার কাছে প্রথমিকভাবে শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করেন । পরে উচ্চ শিক্ষার জন্যে তিনি বাহরাইন এবং মক্কা গমন করেন । মক্কা থেকে হজ্জ পালন শেষে তিনি ইরানে আসেন এবং ইরানকে বসবাসের উপযোগী বলে মনে করেন । তিনি পরবর্তীতে ইরানের ফাস এলাকায় বসবাস শুরু করেন । এখানেই তিনি তার গবেষণা ও লেখালেখিতে আত্ম নিয়োগ করেন । এ সময়ে লেখা তার একটি মূল্যবান গ্রন্থের নাম - আল হাদায়েক আল নাজরে ।
ইতিহাসের এ দিনের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরছি।

৬৫৪ খৃষ্টাব্দের এ দিনে রাসুলে করিম সা: এর সাহাবী আবুজর গিফারী ইন্তেকাল করেন।
৬৮০ খৃষ্টাব্দে ইতিহাসের এ দিনে মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয় ।
১৯৭২ সালের এদিনে স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু করা হয় ।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন