মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল চীন

মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল চীন

মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল চীন

চীন, মার্কিন, আমেরিকা, গুপ্তচর, আগ্নেয়াস্ত্র, পাকিস্তান, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহা
বিশ্বব্যাপী মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দা করেছে চীন। চীনের স্টেট কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ নিন্দা জানানো হয়।

প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার ড্রোন হামলা,রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুপ্তচরবৃত্তি এবং আমেরিকায় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন সরকার নিজের মানবাধিকার সংক্রান্ত সমস্যা ধামাচাপা দেয়ার এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। উদাহরণ হিসেবে প্রিজম নামে পরিচিত মার্কিন সরকার পরিচালিত গোয়েন্দা তৎপরতার কথা তুলে ধরে বলা হয়েছে, এর মাধ্যমে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

এ ছাড়া, প্রতিবেদনে আমেরিকায় আগ্নেয়াস্ত্র-ঘটিত সহিংস অপরাধের কথাও তুলে ধরা হয়েছে। মার্কিন নাগরিকারা অহরহ এ জাতীয় অপরাধের শিকার হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রতিবেদনে আমেরিকার কৃষি খাতে ব্যাপক শিশু শ্রমিক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে।

পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে চীনা মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ব্যাপক সংখ্যক নিরীহ বেসামরিক মানুষ হতাহত হচ্ছে।

চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সরকার এক প্রতিবেদন প্রকাশ করার মাত্র একদিন পরই এ প্রতিবেদন প্রকাশ করল বেইজিং।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন