দেহকান: ইরান যুদ্ধ ও উত্তেজনা চায় না

দেহকান: ইরান যুদ্ধ ও উত্তেজনা চায় না

দেহকান: ইরান যুদ্ধ ও উত্তেজনা চায় না

ইরান, হোসাইন, শিকার, মার্কিন, দেহকান, পরমাণু, ওয়াশিংটন, মেজর
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহকান বলেছেন, ইরান যুদ্ধ ও উত্তেজনা চায় না, তবে হামলার শিকার হলে যুদ্ধবাজদের বিধ্বংসী জবাব দেবে।

ইরানে বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক সামরিক হুমকির জবাবে তিনি এই হুঁশিয়ারি দিলেন।

দেহকান বলেছেন, ইরানি জাতির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার ক্ষমতা যে আমেরিকার নেই তা মার্কিন সরকার নিজেই জানে এবং তারা ইরানের প্রতিরক্ষা ক্ষমতা সম্পর্কেও সচেতন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী গতকাল (বুধবার) এইসব মন্তব্য করেন।

তিনি বলেন, কেরির হুমকি 'রাজনৈতিক ধোঁকা' ; ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ও গত ৩৪ বছরে আধিপত্যকামী শক্তিগুলোর বিরুদ্ধে ইরানি জাতির প্রতিরোধের সুবাদে এই জাতি সব সময়ই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং ইরানে আগ্রাসনের জন্য শত্রুদেরকে অনুশোচনা করতে হবে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় বলেছেন, জেনেভা চুক্তি অনুযায়ী ইরান পরমাণু বিষয়ে তার অঙ্গীকার বাস্তবায়ন না করলে ইসলামী এই দেশটির বিরুদ্ধে মার্কিন সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছে ওয়াশিংটন।

ইরানের কর্মকর্তারা মার্কিন মন্ত্রীর ওই বাগাড়ম্বরের তীব্র নিন্দা জানিয়েছেন ও তাদের কেউ কেউ বার বার এ ধরনের হুমকি উচ্চারণকে 'স্রেফ কৌতুক' বলে উল্লেখ করেছেন।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল হাসান ফিরুজাবাদীও কেরির ওই হুমকি নাকচ করে দিয়ে বলেছেন, এ ধরনের সস্তা ও অনুপযোগী কথা পরমাণু আলোচনার অগ্রগতিকে ধ্বংস করবে। তিনি মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, 'কেন আমেরিকার সাবেক রাষ্ট্র প্রধানরা বার বার হুমকি দিয়েও ইরানে হামলা চালাতে সাহস করেননি-এই প্রশ্নের উত্তর খুঁজে দেখুন ও অতীতের ইতিহাস পর্যালোচনা করুন।'

কেরি আরো বলেছিলেন, ইরানকে কেবল এটা মুখে মুখে বললেই হবে না যে তার পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ, বাস্তবেও কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।

কেরির ওই মন্তব্যের জবাবে ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি বলেছেন, ইরান তার শত্রুদের স্পর্শকাতরতা সম্পর্কে সচেতন ও তেহরান বাস্তব পদক্ষেপ হিসেবে তার সামরিক বাজেট বৃদ্ধি করবে।

সারা বিশ্বের বিপ্লবী ও ধার্মিক মানুষেরা আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ করাকে সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে লালন করছেন বলে ইরানের আরেক বড় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি হুশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরান এও বলেছে যে, তার ওপর মার্কিন হামলা হলে তেহরান মধ্যপ্রাচ্যের ৩২ টি মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌ-পথ ইরান-সংলগ্ন হরমুজ প্রণালীও বন্ধ করে দেবে। এই পথ দিয়ে বিশ্বের ৪০ শতাংশ জ্বালানী তেল পরিবহন করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন