আফগান প্রেসিডেন্টের কাছে ‘নিরাপদ বাসস্থান’ চাইলো সেই মেয়েটি

আফগান প্রেসিডেন্টের কাছে ‘নিরাপদ বাসস্থান’ চাইলো সেই মেয়েটি

আফগান প্রেসিডেন্টের কাছে ‘নিরাপদ বাসস্থান’ চাইলো সেই মেয়েটি


পুলিশের সঙ্গে বসে আছে মেয়েটি (ডানে)
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ‘নিরাপদ বাসস্থান’ চেয়েছেন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে আটক হওয়া সেই মেয়েটি। ১০ বছর বয়সী ‘স্পোজমে’ নামের মেয়েটি সাংবাদিকদের বলেছে, এখন তার জীবনের কোন নিরাপত্তা নেই। কাজেই তার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আটক মেয়েটিকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেয়ার পর এ আবেদন করেছে।

আফগান পুলিশ জানিয়েছে, এক আফগান তালেবান কমান্ডার তার ১০ বছর বয়সী ওই বোনের শরীরে আত্মঘাতী বোমার বেল্ট বেঁধে দিয়েছিল। তবে মেয়েটি হেলমান্দ প্রদেশের খানাশিন এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালানোর আগেই তাকে আটক করা হয়। পরে মেয়েটিও সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো টিভি’ জানিয়েছে, পুলিশি চেকপয়েন্টের কাছে গিয়ে সময়মতো বোমা বিস্ফোরণের বোতামে চাপ দিতে পারেনি মেয়েটি। চাপ দিলেও হতাহত হতো বহু মানুষ।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন