ফালুজা থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে ইরাকি প্রধানমন্ত্রীর আহ্বান

ফালুজা থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে ইরাকি প্রধানমন্ত্রীর আহ্বান

ফালুজা থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দিতে ইরাকি প্রধানমন্ত্রীর আহ্বান


ইরাকের ফালুজা শহর থেকে সন্ত্রাসীদের বের করে দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। ফালুজার উপজাতি তথা বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা নিজ নিজ এলাকাকে সংঘাতমুক্ত রাখতে সন্ত্রাসীদের বিতাড়িত করুন।’

ইরাকের সেনাবাহিনী যখন ফালুজাকে শত্রুমুক্ত করতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে তখনি এ বক্তব্য দিলেন নুরি আল মালিকি। একইসঙ্গে তিনি আবাসিক এলাকায় হামলা না চালাতে দেশটির সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। ফালুজার বিপদগ্রস্ত বাসিন্দাদের সহযোগিতা দিতে শহরটির বাইরে সেনাবাহিনী অবস্থান করছে বলে জানা গেছে।

কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর গত শুক্রবার আল-আনবার প্রদেশের ফালুজা শহরের নিয়ন্ত্রণ নেয় আল-কায়েদা গোষ্ঠী। গত সোমবার রামাদিতে সেনাবাহিনী সরকার বিরোধীদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিলে এ সংঘর্ষ শুরু হয়। এরপর রামাদির নিকটবর্তী ফালুজা শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আল-কায়েদা শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন