চীনের দূষিত বায়ু আমেরিকার পশ্চিম উপকূলে ছড়াতে পারে: রিপোর্ট

চীনের ভয়াবহ বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে। আর এর প্রভাব আমেরিকার পশ্চিম উপকূলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা।

চীনের দূষিত বায়ু আমেরিকার পশ্চিম উপকূলে ছড়াতে পারে: রিপোর্ট

চীনের ভয়াবহ বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে। আর এর প্রভাব আমেরিকার পশ্চিম উপকূলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা।

মার্কিন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা এক রিপোর্টে জানায়, চীনের ভয়াবহ এ দূষণ পূর্ব দিকে কোরিয়া, জাপান হয়ে আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছে যেতে পারে।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ড্যান জেফ জানান, প্রশান্ত মহাসাগরের পশ্চিম-পূর্বমুখী হাওয়ার ওপর ভর করে ৬ থেকে ২০ হাজার ফুট উচ্চতা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিনেই দূষিত বায়ু আমেরিকায় পৌঁছে যেতে পারে।

তিনি বলেন, “যেসব মানুষ উঁচু এলাকায় থাকে তাদের দূষণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।” চলতি বছর চীনে সবচেয়ে বেশি বায়ু দূষণের ঘটনা ঘটেছে। চীনের এ বায়ু দূষণ প্রতিহত করতে দেশটিকে আগামী ৪ বছর ২৯ হাজার কোটি ডলার খরচ করতে হবে বলে জানিয়েছে চীনের পরিবেশ বিষয়ক সংস্থা।

ওয়াশিংটন ও বেইজিং-এর রাজনৈতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে এ সমস্যা সমাধানের সম্ভাবনা কম বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।

এদিকে, চীনের বায়ু দূষণের কারণে আমেরিকার যে দূষণের কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তার মাত্রা দেশটির নিজস্ব দূষণের তুলনায় কম বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন