রানী এলিজাবেথের চেয়েও ধনী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

রানী এলিজাবেথের চেয়েও ধনী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

রানী এলিজাবেথের চেয়েও ধনী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী


ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশ্বের ১২তম ধনী রাজনীতিবিদ বলে একটি প্রতিবেদনে দাবি করেছে মার্কিন দৈনিক হাফিংটন পোস্ট ওয়ার্ল্ড। দৈনিকটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর সম্পদের পরিমাণ দুইশ' কোটি মার্কিন ডলার এবং তা ব্রিটিশ রানী এলিজাবেথের চেয়েও বেশি।

২০০৯ সালে ভারতের লোকসভার নির্বাচনের মনোনয়নপত্রে সোনিয়া গান্ধীর মোট সম্পদের পরিমাণ এক কোটি ৩৮ লাখ রুপি বলে উল্লেখ করা হয়েছিল। ছেলে রাহুল গান্ধী সম্পদের যে হিসাব দিয়েছেন তার চেয়েও সোনিয়ার সম্পদের পরিমাণ ১ কোটি রুপি কম বলে সে সময় জানানো হয়েছিল। কিন্তু হাফিংটন পোস্টের প্রতিবেদনে সোনিয়া গান্ধীর সম্পদের পরিমাণ দুইশ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য এ হিসাব কোথা থেকে পাওয়া গেছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে সেরা ২০ ধনী বিশ্বনেতার নাম দেয়া হয়েছে। এ তালিকায় রাজা-রানী, প্রেসিডেন্ট এবং সুলতানের নাম ঠাঁই পেয়েছে। সবচেয়ে ধনী ২০ বিশ্বনেতার এ তালিকায় মধ্যপ্রাচ্যের সাত নেতার নাম রয়েছে।

এ তালিকার প্রথমে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সম্পতির পরিমাণ ৪ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেনথাইল্যান্ডের রাজা ভূমিবল এবং তৃতীয় স্থানে রয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানআল বলখিয়া। এ ছাড়া, তালিকার ১২ নম্বর স্থান পেয়েছেন সোনিয়া গান্ধী এবং ১৮ নম্বরে রানী এলিজাবেথ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন