তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মিশর

তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মিশর

তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মিশর


হোসেইন আভনি বোতসালি
কায়রোয় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত হোসেইন আভনি বোতসালিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মিশর। মিশর অভিযোগ করেছে, তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এর্দোগান মিশর সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে যে ‘উস্কানিমূলক’ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাদ্‌র আব্দেল আত্তি আজ (শনিবার) বলেছেন, আঙ্কারার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কায়রো তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত তুর্কি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং তুস্কের সঙ্গে সম্পর্ককে চার্য দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে, দ্বিতীয়ত, তুর্কি রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং তৃতীয়ত আঙ্কারায় রাষ্ট্রদূত না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আব্দেল আত্তি জানান, তুর্কি প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাশিয়া সফরে গিয়ে মিশর সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তার বক্তব্য মিশরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

রজব তাইয়্যেব এর্দোগান গত ১৪ আগস্ট ইখওয়ানুল মুসলিমিন সমর্থকদের ওপর মিশরের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, সরকার বিরোধীদের নিয়মতান্ত্রিক আন্দোলন অস্ত্র দিয়ে দমন করা গ্রহণযোগ্য নয়।

এদিকে তুর্কি সরকার মিশর থেকে সেদেশের রাষ্ট্রদূত বহিষ্কারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেভেন্ট গুমরুকজু বলেছেন, “কায়রোয় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে পরামর্শ করে আমরা পাল্টা ব্যবস্থা নেবো।”
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন