শিয়া গ্রন্থ রাখার অপরাধে মালয়েশিয়ায় আহলে বাইত (আ.) এর ৪ অনুসারী গ্রেফতার

মালয়েশীয় শিয়াদের বিরুদ্ধে সহিংসতা সুলভ পদক্ষেপের ধারাবাহিকতায় এদেশের চারজন নাগরিককে শিয়া গ্রন্থ রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

শিয়া গ্রন্থ রাখার অপরাধে মালয়েশিয়ায় আহলে বাইত (আ.) এর ৪ অনুসারী গ্রেফতার
টিভি শিয়া রিপোর্ট : মালয়েশীয় শিয়াদের বিরুদ্ধে সহিংসতা সুলভ পদক্ষেপের ধারাবাহিকতায় এদেশের চারজন নাগরিককে শিয়া গ্রন্থ রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ঐ ৪ জন শিয়া মুসলিম হলেন ‘আব্দুল মানাফ বিন আব্দুল হামিদ (৪৮), আব্দুল মানাফের স্ত্রী, আবু বকর বিন আহমাদ (৪৫) ও ইদ্রিস বিন মুহাম্মাদ দিসা (৪৮)। পেরাক প্রদেশের শরিয়ত বিষয়ক আদালতে (PERAK DARUL RIZUAN) তাদের বিচার করা হবে।
মালয়েশিয়া হতে আবনা প্রতিবেদক জানিয়েছেন, এ আদালতের বিচারক হলেন ‘মুহাম্মাদ ফৌজি আযিয বিন আব্দুল ওয়াহাব’। এ চার ব্যক্তির বিরুদ্ধে মালয়েশিয়ার পিরাক প্রদেশের মুফতি কর্তৃক প্রদত্ত শিয়াদের গ্রন্থ বা শিয়াদের সাথে সম্পৃক্ত কোন জিনিস রাখার উপর নিষেধাজ্ঞা বিষয়ক ফতওয়া লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে।
আবু বকর বিন আহমাদকে গতকাল (১০ই সেপ্টেম্বর) সকালে পিরাক প্রদেশের ধর্মীয় পুলিশ সুগাই বুগাক, বাগান সিরাই-এ অবস্থিত তার বাড়ীতে হতে তাকে গ্রেফতার করেছে। আব্দুল মানাফ ও ইদ্রিসকে অপর একটি গ্রাম হতে শিয়া গ্রন্থ রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে ৩ জনকে হাজতে প্রেরণ করা হয়েছে এবং আব্দুল মানাফের স্ত্রীকে তার শিশু সন্তানের দেখাশুনার জন্য জামানতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। আনীত অভিযোগের শুনানি আগামী ৩০শে অক্টোবর ঐ আদালতে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, সম্প্রতি দিনগুলোতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের কর্মকর্তারা আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপর চাপ সৃষ্টি করতে শিয়া বিরোধী সকল ফতওয়ার বাস্তবায়ন এবং এ বিষয়ে পাশকৃত বাজেট সঠিক স্থানে ব্যয়ের প্রতি গুরুত্বারোপ করছেন। ইদানিং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর পুত্র মাখরিজ মাহাথির মুহাম্মাদ এদেশে শিয়া বিরোধী মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিছুদিন আগে ঘোষণা করেছেন যে, প্রাদেশিক সরকারের উচিত মালয়েশিয়ার ধর্মীয় কর্মকর্তাদেরকে শক্তিশালী করণে বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া যাতে তারা শিয়া বিরোধী সকল আইনকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে!
সূত্রঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন