আহলে বাইত (আ.) সম্পর্কে হযরত আয়েশার মন্তব্য

আহলে বাইত (আ.) সম্পর্কে হযরত আয়েশার মন্তব্য

আহলে বাইত (আ.) সম্পর্কে হযরত আয়েশার মন্তব্য

আহলে বাইত, উম্মুল মুমিনীন, আয়েশা, ফাতিমা, নবীজী, মিশকাত, মুসলিম
উম্মুল মুমিনীন হযরত আয়েশা বলেন : একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালো রঙয়ের পশমী চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এমতাবস্থায় হাসান (রা.) এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এরপর হুসাইন এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও চাদরে ঢুকিয়ে নিলেন। এরপর এলেন ফাতিমা (রা.)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ঢুকিয়ে নিলেন। এরপর আলী (রা.) আগমন করলে তিনিও নবীজীর চাদরে ঠাঁই পেলেন। সবাইকে জড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন,  
«إنما یرید الله لیذهب عنکم الرجس اهل البیت و یطهِّرَکُم تطهِیراً»
(তরজুমা) আল্লাহ শুধু এই ইচ্ছাই করেন যে, তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করবেন। হে আহলে বাইত এবং তোমাদেরকে উত্তমরূপে পবিত্র করবেন। -সহীহ মুসলিম, মিশকাত পৃ. ৫৬৮)
 

নতুন কমেন্ট যুক্ত করুন