তুর্কি ক্ষেপণাস্ত্র মোতায়েনে মুসলিম ঐক্য ক্ষতিগ্রস্ত হবে : ইরান

তুর্কি ক্ষেপণাস্ত্র মোতায়েনে মুসলিম ঐক্য ক্ষতিগ্রস্ত হবে : ইরান

তুর্কি-ক্ষেপণাস্ত্র-মোতায়েনে-মুসলিম-ঐক্য-ক্ষতিগ্রস্ত-হবে-ইরান
তুর্কি ক্ষেপণাস্ত্র মোতায়েনে মুসলিম ঐক্য ক্ষতিগ্রস্ত হবে : ইরান

 

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নোযার শাফেয়ি বলেছেন,সিরিয়া সীমান্তে তুরস্ক ন্যাটোর যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে তাতে মুসলিম ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দেবে।
ইরানের এ সংসদ সদস্য বলেন, একটি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হিসেবে তুরস্কের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে ইসলামের ভিত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার পরিবর্তে মুসলিম দেশগুলোর মাঝে অনৈক্য সৃষ্টি হয়।
ইরানের মেহর বার্তা সংস্থাকে নোযার শাফেয়ি এসব কথা বলেছেন। অবশ্য, তিনি এও বলেছেন- সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অধিকার তুরস্কের রয়েছে। তবে, তিনি সতর্ক করে দিয়ে বলেন, ন্যাটো বাহিনী যদি সিরিয়ায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করতে রাজি হয় তাহলে আঙ্কারাকে অবশ্যই ক্ষেপণাস্ত্রের ব্যবহার এড়াতে হবে।
ইরানের এ সংসদ সদস্য আরো বলেন- তেহরান এটা স্পষ্ট করতে চায় যে, তুরস্ক তার সীমান্তে নিরাপত্তা জোরদার করুক কিন্তু সিরিয়া ও তুরস্ক যেহেতু দুটোই মুসলিম রাষ্ট্র সে কারণে তুর্কি সরকার সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক তা প্রত্যাশা করে না।
সম্প্রতি, তুরস্ক তার নিরাপত্তা জোরদারের কথা বলে সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো জোটকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। ন্যাটো এ বিষয়ে কাজও শুরু করেছে। প্যাট্রিয়ট হচ্ছে দূর পাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সব ধরনের উচ্চতায় কৌশলগত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত জঙ্গীবিমানের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। তুরস্কের এ উদ্যোগের বিরুদ্ধে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে- এতে মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের অস্ত্র সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। সূত্রঃ ইন্টারনেট
 

নতুন কমেন্ট যুক্ত করুন