সৌদি আরবেরা রাসুলের (সা.) করবকে খারাপ করতে চায়

সৌদি আরবেরা রাসুলের (সা.) করবকে খারাপ করতে চায়

tvshia.com

তাদে

 আরবের ্সিলামী নির্দশন সমূহের প্রায় 95 শতাংশ স্মৃতিচিহ্ন সমূহ নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। আরব দেশের শাষকগণ নিদ্ধান্ত নিয়েছে যে, তারা বিভিন্ন অজুহাতে অবশিষ্ট নিদর্শন সমূহগুলোকেও নিশ্চিহ্ন করে দিবে যেমনঃ পূণর্নিমান এবং সীমানা বৃদ্ধি করার ছলনায়।
আল আলাম খবর সংস্থার খবর অনুযায়ি সৌদি আরবের শাষকেরা সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরে হজ্জের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তারা মসজিদে নবাবির পুরাতন স্থাপত্যেকে ভেঙ্গে পৃথিবীর বৃহৎ মসজিদ বা দালান তৈরী করবে যেন সেখানে প্রায় 1.6 মিলিয়ন মুসলমান যেখানে নামাযে অংশগ্রহণ করতে পারে।তাদের  এ ্সিলামী পুরাতন স্থাপত্যেগুলো নিশ্চিহ্ন করার এ সুক্ষ্ম পরিকল্পনার প্রতিবাদ করা অত্যাবশ্যক, কেননা এটা হচ্ছে ্সিলামের গুরুত্বপূণ পুরাতন স্থাপত্যে।
তাদের এ পরিকল্পনাটি মসজিদে নবাবির পশ্চিম দিক থেকে শুরু হবে, ঠিক স্থানটি থেকে যেখানে রাসুল (সা.) কে দাফন করা হয়েছে। এ পবিত্র স্থানটি সংরক্ষণ করার লক্ষ্যে তারা কোন ধরণের পরিকল্পনা গ্রহণ করেনি বরং তারা বিভিন্ন অজুহাতে মক্কার আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে বিলাসবহুল হোটেল,আবাসিক টাওয়ার, শপিং সেন্টার ও ব্যাবসার স্থানে রূপান্তরিত করেছে।
অনুরূপভাবে পারস্যে উপসাগরিয় একটি প্রতিবেদন কেন্দ্রের কতৃক ংিলিশদের ইনডিপ্নেডেন্ট নামক দৈনিক পত্রিকায় লেখা হয়েছে যে, গত বিশ বছরে সৌদি আরবে মক্ক ও মদীনার প্রায় 95 শতাংশ প্রাচীন স্থাপত্যগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছে যার মধ্যে অনেক স্থাপত্য হাজার বছরের আগের ছিল তা নিশ্চিহ্ন করা হয়েছে। ্নিডিপেনডেন্ট নামক পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত প্রতিবেদনের কোন যুক্তিযুক্ত ও শান্তনামূলক জবাব লন্ডনে সৌদি দূতাবাস এবং পররাষ্ট্রমন্ত্রালয় দিতে পারেনি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন