فیلم

আল্লাহ যাকে অনুমতি দিবেন শুধু তিনিই শাফাআত করতে পারবেন। কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য পূর্ণবান হতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামসহ ডাকা হবে। শাফাআত পাওয়ার জন্য ইমান ও সৎকর্মের অধিকারী হতে হবে। শাফাআত পাওয়ার জন্য নবির সুন্নাতের অনুস্বরণ
ইমাম সাদিক (আঃ) পবিত্র আহলেবাইতের ষষ্টম ইমাম। তিনি জ্ঞানের জগতে প্রচুর অবদান রেখেছেন। হজরত আবু হানিফ (রহঃ) তাঁর ছাত্র ছিলেন।
তাকিয়্যার মাধ্যমে মোমিন ব্যক্তি তার প্রাণ বাঁচাতে পারে। যেখানে ইমানের বিষয়টি প্রকাশ করলে জান, মাল ও সম্মান নাশের ভয় রয়েছে সেখানে ইমান গোপন রাখতে হবে।
মানব জীবণে ওহির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনিই ভাল জানেন যে মানুষের জন্য কি কল্যাণকর।
ইমাম সাদিক (আঃ) পবিত্র আহলেবাইতের ষষ্টম ইমাম। তিনি জ্ঞানের জগতে প্রচুর অবদান রেখেছেন। হজরত আবু হানিফ (রহঃ) তাঁর ছাত্র ছিলেন।
হজরত মুহাম্মাদ (সা.) চল্লিশ বছর বয়সে উপনিত হওয়ার পর রেসালত প্রাপ্ত হন। তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল।
জিয়ারতে আলে ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিয়ারত। এ জিয়ারতের মাধ্যমে আমরা জামানার ইমামের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি।
তাকিয়্যার মাধ্যমে মোমিন ব্যক্তি তার প্রাণ বাঁচাতে পারে। যেখানে ইমানের বিষয়টি প্রকাশ করলে জান, মাল ও সম্মান নাশের ভয় রয়েছে সেখানে ইমান গোপন রাখতে হবে।
যুগের ইমাম হবেন নিষ্পাপ। তিনি ভুলের উর্ধে হবেন এবং সকলের চেয়ে জ্ঞানী ব্যাক্তি হবেন। তিনি অত্যন্ত দয়ালু হবেন।
তাকিয়্যার মাধ্যমে মোমিন ব্যক্তি তার প্রাণ বাঁচাতে পারে। যেখানে ইমানের বিষয়টি প্রকাশ করলে জান, মাল ও সম্মান নাশের ভয় রয়েছে সেখানে ইমান গোপন রাখতে হবে।
মুসলমানরা পরস্পর ভাই। রাসুল (সাঃ) ও তাঁর সাহাবাগণ আমাদেরকে বাস্তবভাবে এ বিষয়টি শিক্ষা দিয়েছেন।
রাসুল (সাঃ) আমাদের জন্য কোরআন ও আহলেবাইত (আঃ) কে রেখে গিয়েছেন। আামদেরকে রাসুলের পর কোরআন শরিফ তাঁর আহলেবাইতের আনুগত্য করতে হবে।
বিবাহের মাধ্যমে মানুষ পরিবার গঠন করে আরামদায়ক জীবনযাপন করতে পারে। আধ্যাত্মিক ও বৈষয়িক ক্ষেত্রে উন্নতির সাধনের জন্য পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মাদ (সাঃ) এর পর আর কোন নবি আগমন করবেন না। তিনিই সর্বশেষ নবি। তাঁর শরিয়াত কিয়ামত পর্যন্ত বলবত থাকবে।
ইমাম মেহদি (আঃ) আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিন্তু আমরা তাঁকে দেখতে পাই না। আল্লাহ তায়ালা তাঁর সর্বশেষ হুজ্জাতকে অদৃশ্যে রেখেছেন।
হজরত আদম (আঃ) হতে শুরু করে সর্বশেষ নবি হজরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত ১২৪০০০ পয়গম্বর আগমন করেছেন। তঁদের মধ্যে হজরত মুহাম্মাদ (সাঃ) সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল।

পৃষ্ঠাসমূহ