যুগে যুগে ব্রিটিশ, মার্কিন ও সাদ্দাম নৃশংস গণহত্যা

আজ থেকে ৭২ বছর আগে (১৯৪৫ সালের) এই দিনে জার্মানির উর্জবার্গ শহরের শতকরা ৯০ ভাগ এলাকা ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ বোমারু বিমান। ফলে মাত্র বিশ মিনিটে ৫ হাজারেরও বেশি জার্মান নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছিল

যুগে যুগে ব্রিটিশ, মার্কিন ও সাদ্দাম নৃশংস গণহত্যা

আজ থেকে ৭২ বছর আগে (১৯৪৫ সালের) এই দিনে জার্মানির উর্জবার্গ শহরের শতকরা ৯০ ভাগ এলাকা ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ বোমারু বিমান। ফলে মাত্র বিশ মিনিটে ৫ হাজারেরও বেশি জার্মান নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছিল।

৪৫ বছর আগে ১৯৬৮ সালের এই একই দিনে ভিয়েতনাম দখলকারী হানাদার মার্কিন সেনারা মাইলাই গ্রামে ৫০০'রও বেশি নারী, পুরুষ ও শিশুকে নৃশংসভাবে হত্যা করেছিল।

আর ২৯ বছর আগে ১৯৮৮ সালের এই একই দিনে বাগদাদের বাথিস্ট সাদ্দাম সরকার উত্তরপূর্ব ইরাকের হালাবজা শহরে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে ৫ হাজারেরও বেশি কুর্দি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছিল। এ ছাড়াও পঙ্গু হয়েছিল দশ হাজার কুর্দি। সাদ্দাম সরকারের দৃষ্টিতে তাদের অপরাধ ছিল এটা যে ইরাকের কুর্দি যোদ্ধারা ইরানের মুসলিম মুজাহিদ বাহিনীকে সাদ্দামের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানিয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কিছু পশ্চিমা দেশ সে সময় সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল। এই দেশগুলো সাদ্দামের এই অপরাধের ব্যাপারে দীর্ঘকাল নীরব ছিল। বেশ কয়েক বছর পর্যন্ত জাতিসংঘও এই গণহত্যার ব্যাপারে নীরব থেকেছে।

নতুন কমেন্ট যুক্ত করুন