ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ 'বিপর্যয়কর' হিসেবে আখ্যায়িত করেছেন: মারিয়া জাখারোভা

গতকাল (সোমবার) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইয়েমেনের সবচেয়ে বড় বন্দর নগরী হুদাইদাতে সৌদি আরবের হামলার পরিকল্পণা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ 'বিপর্যয়কর' হিসেবে আখ্যায়িত করেছেন: মারিয়া জাখারোভা

গতকাল (সোমবার) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইয়েমেনের সবচেয়ে বড় বন্দর নগরী হুদাইদাতে সৌদি আরবের হামলার পরিকল্পণা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, ওই এলাকায় সৌদি অভিযানের ফলে কেবল স্থানীয় লোকজনই গণহারে বাস্তুহারা হবে না, বরং এতে সত্যিকারভাবে ইয়েমেনের রাজধানী সানার সঙ্গে খাদ্য এবং ত্রাণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে।

ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ 'বিপর্যয়কর' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। পাশাপাশি গত ১০ মার্চ ইয়েমেনের হুদাইদা শহরের খাখাহ এলাকার একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলারও নিন্দা জানান তিনি। সেই হামলায় ২০ বেসামরিক ব্যক্তিসহ  ২৬ জন  নিহত হয়।     

লোহিত সাগর তীরবর্তী হুদাইদা ইয়েমেনের চতুর্থ-বৃহত্তম শহর। বর্তমানে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণ করছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন করার জন্য এ হামলা চালানোর দাবি করে আসছে রিয়াদ। কিন্তু এ পর্যন্ত বেশিরভাগ সৌদি হামলা হয়েছে ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর।

নতুন কমেন্ট যুক্ত করুন