মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দিতে চাইছে সরকার

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে দেয়া ভাষণে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন,  মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার লক্ষ্যেই হয়ত তাদের  বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দিতে চাইছে সরকার

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে দেয়া ভাষণে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন,  মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার লক্ষ্যেই হয়ত তাদের  বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

লি দু দফা মিয়ানমার সফর করেছেন। তিনি বলেন, ঘরে ঘরে তল্লাসির নামে দেশটিতে রোহিঙ্গাদের জীবন বিষিয়ে তোলা হয়েছে। এছাড়া, গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাঙার তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

নতুন কমেন্ট যুক্ত করুন