প্রতিশোধ স্বরূপ হল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দিয়েছে তুরস্ক

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর আঙ্কারায় অবস্থিত হল্যান্ডের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট ভবন সিলগালা করে দিয়েছে আংকারা সরকার।

প্রতিশোধ স্বরূপ হল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দিয়েছে তুরস্ক

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে বহনকারী বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর আঙ্কারায় অবস্থিত হল্যান্ডের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেট ভবন সিলগালা করে দিয়েছে আংকারা সরকার।

চাভুসওগ্লুকে রটেরডাম শহরে নামতে না দেয়ার কয়েক ঘণ্টা পর তুরস্কে নিযুক্ত হল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয় এবং তারপরই এ ব্যবস্থা নেয়া হয়। তুরস্কের পররাষ্ট্র দফতর বলেছে, নিরাপত্তার কারণে আঙ্কারায় হল্যান্ডের দূতাবাস এবং ইস্তাম্বুলের কনস্যুলেটে ঢোকার ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।  দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এবং কনস্যুলেট প্রধান এ বিধি নিষেধের আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

এদিকে, হল্যান্ডের দূতাবাসের বাইরে তুর্কি বিক্ষোভকারীরা সমবেত হয়েছে। তারা তুর্কি জাতীয় সংগীত গাইছে এবং নেদারল্যান্ড-বিরোধী স্লোগান দিচ্ছে তারা। ‘নেদারল্যান্ড  অবাক হওয়ার কিছু নেই কিন্তু তুর্কি নাগরিকদের ধৈর্য পরীক্ষা করো না’, ‘বর্বর ইউরোপ’ এবং ‘স্বৈরাচার নেদারল্যান্ডকে চড়ামূল্য দিতে হবে’ প্রভৃতি শ্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে ব্যাপক পরিমাণ ক্ষমতা দেয়ার জন্য দেশটির সংবিধানে পরিবর্তন আনতে আগামী ১৬ এপ্রিল গণভোটের হতে যাচ্ছে। এজন্য নেদারল্যান্ডে বসবাসকারী তুর্কি নাগরিকদের সমর্থন আদায়ে চাভুসওগ্লু গতকাল রটেরডাম শহর সফরে যান। সেখানে আজ একটি সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে -এমন অজুহাত দেখিয়ে নেদারল্যান্ডের সরকার চাভুসওগ্লুর বিমান নামার অনুমতি প্রত্যাহার করে নেয়।

সিএনএন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে চাভুসওগ্লু বলেছিলেন, ডাচ সরকার তাকে নামার অনুমতি না দিলে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে আঙ্কারা।

নতুন কমেন্ট যুক্ত করুন