ইয়েমেনি সেনাবাহিনীর হামলা ওহাবী মতাদর্শী সৌদির ১৮ ভাড়াটে সেনা নিহত

সৌদি সমর্থিত ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত ১৮ ভাড়াটে সেনাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করেছে ইয়েমেনের গণবাহিনী- পপ্যুলার কমিটি।

ইয়েমেনি সেনাবাহিনীর হামলা ওহাবী মতাদর্শী সৌদির ১৮ ভাড়াটে সেনা নিহত

সৌদি সমর্থিত ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত ১৮ ভাড়াটে সেনাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করেছে ইয়েমেনের গণবাহিনী- পপ্যুলার কমিটি।

আজ (শনিবার) ভোরে আরবি টিভি চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের ধুবাব এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১৫ সৌদি ভাড়াটে মিলিশিয়া নিহত ও ১৮ জন আহত হয়।

রাজধানী সানা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে অবিস্থত ধুবাব এলাকার ওই অভিযানে মিলিশিয়াদের তিনটি সাঁজোয়া যান ধ্বংস হয়।

তাইজ প্রদেশের সালাহ এলাকায় শুক্রবার পপ্যুলার কমিটির সহযোগিতায় আলাদা সেনা অভিযানে আরো চার সৌদি ভাড়াটে সেনা নিহত হয়। ওই হামলায় আহত হয় আরো বেশ কয়েকজন। এদিকে ইয়েমেনের সানা প্রদেশের নিহাম জেলায় শুক্রবার নিষিদ্ধ গুচ্ছবোমা নিক্ষেপ করে আগ্রাসী সৌদি জঙ্গিবিমান।

 

নতুন কমেন্ট যুক্ত করুন