ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবাণী জানিয়েছে বারাক ওবামা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) সরানোর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবাণী জানিয়েছে বারাক ওবামা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) সরানোর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, বায়তুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস সরানো হলে তা বিস্ফোরকের মতো ধ্বংসাত্মক ফলাফল বয়ে আনতে পারে। ক্ষমতা ছাড়ার আগে গতকাল (বুধবার) সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা হুঁশিয়ারি দেন। ওবামা বলেন, যখন কোনো মৌলিক ইস্যুতে হঠাতই একতরফা সিদ্ধান্ত নেয়া হয়, তখন তা বিস্ফোরকের ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে।

মার্কিন দূতাবাস বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের পরিণতির বিষয়ে হবু প্রেসিডেন্ট ট্রাম্পকে তথ্য দেয়ার চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন। ওবামা বলেন, " জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরাইলের বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে আমেরিকা ভেটো দেয় নি, কারণ আমরা বিশ্বাস করি দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠার আর কোনো পথ নেই।" ইসরাইলি পত্রিকা হারেৎজ সম্প্রতি লিখেছে, হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের ঘোষণা দেবেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন