ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করবেন বহু আইনপ্রণেতা

আমেরিকার বেশ কয়েকজন ডেমোক্রেটিক নেতা এবং আইনপ্রণেতারা দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বয়কট করার ঘোষণা দিয়েছেন। দেশটির । আগামী শুক্রবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মানবাধিকারকর্মী ও কংগ্রেসম্যান জন ল

ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করবেন বহু আইনপ্রণেতা

আমেরিকার বেশ কয়েকজন ডেমোক্রেটিক নেতা এবং আইনপ্রণেতারা দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বয়কট করার ঘোষণা দিয়েছেন। দেশটির । আগামী শুক্রবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মানবাধিকারকর্মী ও কংগ্রেসম্যান জন লুইসকে গতকাল শনিবার মৌখিকভাবে আক্রমণ করায় এই ডেমোক্র্যাট নেতারা অসন্তুষ্ট হয়েছেন।

প্রতিনিধি পরিষদের যে ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন না বলে ঘোষণা করেছেন তাদের মধ্যে রয়েছেন, অরেগন অঙ্গরাজ্যের আর্ল ব্লামনেয়ার, ম্যাসাচুসেটসের ক্যাথরিন ক্লার্ক, নিউইয়র্কের ইভেত ক্লার্ক, মিজৌরির উইলিয়াম লেসি ক্লে, মিশিগানের জন কনিয়ার্স,ক্যালিফোর্নিয়ার মার্ক দেসেলনিয়ার, অ্যারিজোনার রাউল গ্রিজালভা, ইলিনয়ের লুইস গুতিয়ারেজ,ক্যালিফোর্নিয়ার জেয়ার্ড হাফম্যান, ক্যালিফোর্নিয়ার বারবারা লি, জর্জিয়ার জন লিউস,ক্যালিফোর্নিয়ার টেড লিউ, অরেগনের কোয়ার্ট সাদার, নিউইয়র্কের জোস সেরানো, ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো ও নিউইয়র্কের নেদিয়া ভেলাজকুয়েজ। এসব আইনপ্রণেতা এর আগে ডোনাল্ড ট্রাম্পের উগ্রতা ও নারী কেলেঙ্কারী নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।

 

নতুন কমেন্ট যুক্ত করুন