নেতানিয়াহুর পদত্যাগ দাবি; ইসরাইলে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ বাড়ছিল ঠেক সেই মুহুর্তে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা যেসব শ্লোগান দিয়েছে তার মধ্যে অন্যতম হলো, ‘তুমি গরিবের টাকা চুরি করে ধনীকে দিয়েছ’ এবং ‘নেতানিয়

নেতানিয়াহুর পদত্যাগ দাবি; ইসরাইলে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ বাড়ছিল ঠেক সেই মুহুর্তে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা যেসব শ্লোগান দিয়েছে তার মধ্যে অন্যতম হলো, ‘তুমি গরিবের টাকা চুরি করে ধনীকে দিয়েছ’ এবং ‘নেতানিয়াহুকে কারাগারে পাঠাও।’

নেতানিয়াহুর বিরুদ্ধে আলাদা কয়েকটি দুর্নীতির তদন্ত চলছে। এর মধ্যে বিজ্ঞাপন পাইয়ে দেয়ার বিনিময়ে একটি দৈনিক নেতানিয়াহুর পক্ষে প্রচারণামূলক খবর ছাপিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, চাঁদা হিসেবে এক লাখ ডলার সমপরিমাণ অর্থের সিগার এবং মদ নিয়েছেন তিনি। পাশাপাশি ২০০৯ সালে ইসরাইলি নির্বাচনি তহবিলের জন্য ফরাসি এক জালিয়াতের কাছ থেকে ১০ লাখ ইউরো নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন