লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তর করায় মিশরে চলছে বিক্ষোভ!!!

গত সোমবার তিরান ও সানাফির নামে লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিষয়ে মিশর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এরইমধ্যে ১২ বিক্ষোভেকারীকে আটক করা হয়েছে এবং তাদেরকে চারদিনের জন্য কারাগারে রাখার নির্দেশ

লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তর করায় মিশরে চলছে বিক্ষোভ!!!

গত সোমবার তিরান ও সানাফির নামে লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিষয়ে মিশর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এরইমধ্যে ১২ বিক্ষোভেকারীকে আটক করা হয়েছে এবং তাদেরকে চারদিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।  

এ দুটো দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে রাজধানী কায়রোয় বিক্ষোভের সময় এসব ব্যক্তিকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে এসব ব্যক্তি বিক্ষোভ করছিল বলে অভিযোগ আনা হয়েছে। এছাড়া, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি বিনষ্টের বিষয়েও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

সৌদি আরবের রাজা সালমান গত বছরের এপ্রিল মাসে মিশর সফরে গেলে জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির সরকার রিয়াদের কাছে এ দুটো দ্বীপ হস্তান্তর করার বিষয়ে একটি চুক্তি করে। তবে বিষয়টিতে বাধা দিচ্ছে দেশটির আদালত। অবশ্য, আদালতের এ বাধা সত্ত্বেও সিসি সরকার বলছে, দ্বীপ দুটো সৌদি আরবের এবং ১৯৫০ সালে তা মিশরের কাছে লিজ দিয়েছিল। গত ২৯ ডিসেম্বর সরকার এ চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন করেছে এবং জাতীয় সংসদে অনুমোদনের জন্য তা বিল আকারে পাঠিয়েছে। মিশরের একটি প্রশাসনিক আদালত বলেছে, এ দ্বীপের সঙ্গে মিশরের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত রয়েছে; সে কারণে এসব দ্বীপ হস্তান্তর করা যাবে না। আগামী ১৬ জানুয়ারি মিশরের শীর্ষ পর্যায়ের একটি ট্রাইব্যুনাল তিরান ও সানাফির দ্বীপ নিয়ে চূড়ান্ত রায় দেবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন