সিরিয়ার গোলান মালভূমিতে আবারো ইসরাইল হামলা চালালো

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়া থেকে মর্টার হামলা চালানোর পর গোলান মালভূমির সিরিয় অবস্থানে পাল্টা হামলা চালানো হয়। 

সিরিয়ার গোলান মালভূমিতে আবারো ইসরাইল হামলা  চালালো

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়া থেকে মর্টার হামলা চালানোর পর গোলান মালভূমির সিরিয় অবস্থানে পাল্টা হামলা চালানো হয়।   

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী ড্রোনের সাহায্যে একটি বেসামরিক বাড়ির ওপর হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয় নি। কয়েকদিন আগে গোলান মালভূমিতে গ্রেনেড বিস্ফোরণে ইসরাইলের দুই সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার পর সিরিয়া এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল বহু অবৈধ বসতি স্থাপন করেছে। এছাড়া, গোলান মালভূমি থেকে ইসরাইল প্রায় সময় সিরিয়ার ভেতরে হামলা চালায়।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয় কিন্তু আন্তর্জাতিক সমাজ আজ পর্যন্ত এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয় নি। 

নতুন কমেন্ট যুক্ত করুন