হজরত জাফর তৈয়ার (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

হজরত জাফর তৈয়ার (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

হজরত জাফর তৈয়ার (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

নামাজে জাফরে তৈয়ার, জাফরে তৈয়ার, জাফর ইবনে আবু তালিব, রাসুল, নামাজে জাফর

এস, এ, এ

হজরত জাফর তৈয়ার (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজটি হচ্ছে ৪ রাকাত। প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ‍যিলযাল পাঠ করতে হবে অতঃপর ১৫ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে। দ্বিতিয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা আদিয়াত পাঠ করতে হবে অতঃপর ১৫ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে। অতঃপর নিন্মে উল্লেখিত পদ্ধতিতে প্রত্যেক রাকাতে নামাজ পাঠ করতে হবে:

রুকু অবস্থায় ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

রুকু থেকে দাড়িয়ে ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

প্রথম সিজদাতে ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

প্রথম সিজদা থেকে উঠে বসার পরে ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

দ্বিতিয় সিজদাতে ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

দ্বিতিয় সিজদা থেকে উঠে বসার পরে ১০ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে।

তসবিহে আরবাআ:(سُبْحَانَ اللَّهِ وَ الْحَمْدُ لِلَّهِ وَ لا إِلَهَ إِلا اللَّهُ وَ اللَّهُ أَکبَر)

 

পরবর্তি দ্বিতিয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ফাতহ অতঃপর ১৫ বার তসবিহে আরবাআ পাঠ করতে হবে। দ্বিতিয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস পাঠ করতে হবে। অতঃপর উল্লেখিত পদ্ধতিতে রুকু, সিজদা পাঠের মাধ্যমে নামাজকে শেষ করতে হবে।

জাফরে তৈয়ার (রা.)সম্পর্কিত নামাজটির ফযিলতও সওয়াব সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।

১- যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তাকে হাজার হজের সমপরিমাণ সওয়াব দান করা হবে।

২- যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তাকে হাজার উমরা হজের সমপরিমাণ সওয়াব দান করা হবে।

৩- যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তাকে হাজার দাশ মুক্তির সমপরিমাণ সওয়াব দান করা হবে।

৪- যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তাকে রাসুল (সা.) পক্ষে থেকে হাজার জিহাদের সমপরিমাণ সওয়াব দান করা হবে।

৫-  যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তাকে ১ শত সওয়াব দান করা হবে।

৬- যদি কেউ উক্ত নামাজটি পাঠ করে তাহলে তার ১০০ গুনাহকে ক্ষমা করা হবে।

বি:দ্র: হজরত জাফর তৈয়ার (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজটি প্রত্যেকটি মাসুম ইমাম আ.) দের মাজারে পাঠের জন্য গুরত্ব সহকারে তাকিদ করা হয়েছে। (বিহারুল আনওয়ার, খন্ড ১০০, পৃষ্ঠা ১৩৭- ১৩৮, মুসতাদরাকুল ওয়াসায়েল, খন্ড ৬, পৃষ্ঠা ২৩২- ২৩৩)

নতুন কমেন্ট যুক্ত করুন