হজরত জাফর বিন আবু তালিব (রা.)কে কোথায় দাফন করা হয়?

হজরত জাফর বিন আবু তালিব (রা.)কে কোথায় দাফন করা হয়?

হজরত জাফর বিন আবু তালিব (রা.)কে কোথায় দাফন করা হয়?

হজরত জাফর বিন আবু তালিব, জাফরে তাইয়ার, মোতআর যুদ্ধ, মোতার যুদ্ধ

এস, এ, এ

হজরত জাফর বিন আবু তালিব (রা.) এর কবর জর্দানের কারাক প্রদেশে যেখানে মোতআ যুদ্ধের শহিদদের দাফন করা হয়। ইতিহাস এবং রেওয়ায়েতের বর্ণনা অনুযায়ি মোতআ যুদ্ধের তিনজন কমান্ডারকে একই কবরে দাফন করা হয়েছিল এবং কবরটিতে গোপন করে রাখা হয়েছিল। কিন্তু পরে উক্ত কবরটিতে সনাক্তকরণ করা হয় এবং বর্তমানে তা মাজার রূপে বিশ্ববাসির কাছে পরিচিত এবটি স্থান।

ইতিহাসের বর্ণনা অনুযায়ি, মিশরের চতূর্থ সুলতান হজরত জাফর জাফর বিন আবু তালিব (রা.) এর কবরকে প্রথমবারের মতো তৈরি এবং অনেক স্থাপনাসমূহকে চিহ্নিত করেন। সন ১৯৯৬ সালে তাঁর কবরের উপরে গম্বুজ তৈরি করা হয় এবং পুণরায় মাজারটিকে নির্মিত করা হয়।

সূত্র:

১- উমদাতুত তালিব ফি ইনসাবে আলে আবি তালিব, পৃষ্ঠা ৩৭।

২- আমিন, খন্ড ৪, পৃষ্ঠা ১১৯।

৩- আল মিনহাজ, পৃষ্ঠা ২২৭, ২৩২-২৩৪, ২৩৮- ২৪২।

৪- বিহারুল আনওয়ার, খন্ড ১০০, পৃষ্ঠা ২২২। 

নতুন কমেন্ট যুক্ত করুন