আমেরিকাকে ইরানের শক্তি দেখিয়ে দিন: সর্বোচ্চ নেতা

আমেরিকাকে ইরানের শক্তি দেখিয়ে দিন: সর্বোচ্চ নেতা

আমেরিকাকে ইরানের শক্তি দেখিয়ে দিন: সর্বোচ্চ নেতা

আমেরিকা,  ইরান, সর্বোচ্চ নেতা, খামেনেয়ী, তেহরান,

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের উচিত পারস্য উপসাগরে আমেরিকাকে অবশ্যই নিজের শক্তি দেখিয়ে দেয়া। রাজধানী তেহরানে শিক্ষকদের এক সমাবেশে তিনি আরো বলেছেন, “পারস্য উপসাগর এবং ওমান সাগর উপকূলের বিরাট অংশ জুড়ে এই শক্তিশালী জাতির মালিকানা রয়েছে; সে কারণে এসব জায়গায় অবশ্যই আমাদের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এসব উপকূলে সামরিক মহড়া চালাতে হবে এবং আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।”

সম্প্রতি মার্কিন সরকার দাবি করেছে, পারস্য উপসাগরে ইরানের সামরিক মহড়া চালানো উচিত নয়। মার্কিন এ দাবিকে ইরানের সর্বোচ্চ নেতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই আমেরিকাকে ব্যাখ্যা করতে হবে বিশ্বের এক প্রান্ত থেকে কেন এই অঞ্চলে এসে তারা সামরিক মহড়া চালায়। সামরিক মহড়া দিয়েই বলদর্পী শক্তিকে পাল্টা শক্তি দেখিয়ে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, “ইরানের জনগণের শক্তির মুখে শত্রুদেরকে অবশ্যই পিছু হটতে হবে। কিন্তু যখন আমরা শত্রুদেরকে শক্তি প্রদর্শন করতে ইতস্তত করব কিংবা শক্তি প্রদর্শন থেকে বিরত থাকব অথবা আমরা ভয় পাব তখন শত্রুরা উদ্ধত হয়ে উঠবে।”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ বিনিময় ছাড়াই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। আমেরিকা, ইহুদিবাদী পুঁজিবাদীরা এবং আরো কিছু বলদর্পী সরকার আন্তর্জাতিক আধিপত্যবাদ কায়েমের ব্যবস্থা চালু করেছে এবং এরা নিজেদের অনুকূলে ভবিষ্যত প্রজন্মকে পরিচালিত করার চেষ্টা করছে।”

 

নতুন কমেন্ট যুক্ত করুন