সৌদি সেনা মোতায়েনের ক্ষমতা হরিয়ে ফেলেছে

সৌদি সেনা মোতায়েনের ক্ষমতা হরিয়ে ফেলেছে

সৌদি সেনা মোতায়েনের ক্ষমতা হরিয়ে ফেলেছে

সৌদি, ইরান, সৌদি আরব, হোসেইন সালামি, আইআরজিসি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, সিরিয়া

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সিরিয়ায় সৌদি সেনা মোতায়েনের ঘোষণা রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছু নয়। ইরানের চ্যানেল-টু'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সালামি আরও বলেন, সৌদি আরবের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে বিশ্বের সবাই অবহিত আছে। কারণ দেশটি তার মিত্রদের সর্বাত্বক সমর্থন ও সহযোগিতা সত্ত্বেও ইয়েমেনের সঙ্গে অসম যুদ্ধে লক্ষ্যে পৌঁছতে পারে নি।

তিনি বলেন, সৌদি আরব যেখানে ইয়েমেনের সঙ্গে স্থল যুদ্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেনা ভাড়া করতে বাধ্য হচ্ছে ও নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশের সেনাদের ব্যবহার করছে, সেখানে তারা কীভাবে সিরিয়ার মতো কঠিন ও বিশাল যুদ্ধ ক্ষেত্রে সেনা পাঠানোর ঘোষণা দেয়?

সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সৌদি সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, নানা নামে যেসব সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে, তাদের বেশিরভাগই সৌদি আরবের কাছ থেকে আর্থিক সমর্থন পাচ্ছে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন