হজরত সালমান (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

হজরত সালমান (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

হজরত সালমান (রা.) সম্পর্কিত বিশেষ নফল নামাজ

হজরত সালমান ফার্সি, সালমান ফার্সি, হজরত সালমান, সালমান ফার্সির নামাজ, সালমানে মোহাম্মাদি,

এস, এ, এ

হজরত সালমান সম্পর্কিত নফল নামাজটি হচ্ছে ১০ রাকাত। যা দুই রাকাত করে পাঠ করতে হয়। নামাজটি পাঠের পদ্ধতি হচ্ছে: প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে ৩ বার সুরা ইখলাস, ৩ বার সুরা কাফেরুন। দ্বিতিয় রাকাতটিও অনুরূপভাবে পাঠ করতে হবে। অতঃপর হাতদ্বয়কে উচু করে বলতে হবে:

:لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِي وَ يُمِيتُ وَ هُوَ حَيٌّ لا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْ‏ءٍ قَدِيرٌ

অতঃপর বলতে হবে:

اللَّهُمَّ لا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَ لا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَ لا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

অতঃপর তার দুই হাতকে নিজের মুখের উপরে বুলাবে।

রজব মাসের ১৫ তারিখে উক্ত নামাজটি অনরূপ পদ্ধতিতে পাঠ করা উত্তম। নামাজান্তে বলতে হবে:

إِلَها وَاحِدا أَحَدا فَرْدا صَمَدا لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَ لا وَلَدا

মাসের শেষ তারিখে উক্ত নামাজটি পাঠ করা উত্তম। কিন্তু “عَلَى كُلِّ شَيْ‏ءٍ قَدِيرٌ” এর পরে বলতে হবে:

وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ لا حَوْلَ وَ لا قُوَّةَ إِلا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.

 

নতুন কমেন্ট যুক্ত করুন