অচিরেই হয়তো আমেরিকা পড়তে পারে নিষেধাজ্ঞার জালে!

টিভি শিয়া: ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীদের মস্কো সমর্থন দিচ্ছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করছে উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তাকে ‘বাজে ও অর্থহীন’ বক্তব্য বলেও অভিহিত করেন।

অচিরেই হয়তো আমেরিকা পড়তে পারে নিষেধাজ্ঞার জালে!

টিভি শিয়া: ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীদের মস্কো সমর্থন দিচ্ছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করছে উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তাকে ‘বাজে ও অর্থহীন’ বক্তব্য বলেও অভিহিত করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা এবং এর পরিধি বাড়ানোর বিষয়ে মার্কিন অর্থ দফতরসহ অন্যান্য দফতরকে কী দিক নির্দেশনা দেয়া হচ্ছে তা বোঝা সত্যিই মুশকিল।

ইউক্রেনে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছে বলে আমেরিকা যে দাবি করছে তার সঙ্গে এ আচরণের মিল নেই বলেও জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন অর্থ বিভাগ গতকাল সকালের দিকে রাশিয়ার বিরুদ্ধে শেষ দফা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে। এতে ক্রিমিয়ায় তৎপর একটি রুশ ব্যাংকও রয়েছে।

আমেরিকা আর কত দেশের প্রতি নিষেধাজ্ঞা দান করবে? এভাবে চলতে থাকলে হয়তো এক সময় দেখা যাবে যে, স্বয়ং আমেরিকায় সকল দেশের নিষেধজ্ঞার জালে আটকা পড়বে। আর তখন হয়তো তার পরিত্রাণের আর কোন উপায় থাকবে না।

 

 

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন