মার্কিন ড্রোনের ইরানি ভার্সনের সফল উড্ডয়ন

মার্কিন আরকিউ-১৭০’র অনুকরণে তৈরি ইরানি ড্রোন প্রথমবারের মতো আকাশে উড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।

মার্কিন ড্রোনের ইরানি ভার্সনের সফল উড্ডয়ন

মার্কিন আরকিউ-১৭০’র অনুকরণে তৈরি ইরানি ড্রোন প্রথমবারের মতো আকাশে উড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, মার্কিন পাইলটবিহীন বিমান আরকিউ-১৭০’র ইরানি ভার্সনের সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত ছবি প্রকাশ করা হবে।

২০১১ সালের ৪ ডিসেম্বর ইরানি সেনাবাহিনীর ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট ইরানের আকাশে ঢোকার পর রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন আরকিউ-১৭০ ড্রোন সফলভাবে নামিয়ে আনে। মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি ড্রোনটি আফগান সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমায় ঢুকেছিল।

এরপরই ইরানি বিশেষজ্ঞরা ভূপাতিত মার্কিন আরকিউ-১৭০ ড্রোনের কারিগরী-বিষয়ক নতুন তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হন। ওই প্রযুক্তির ভিত্তিতেই ইরান আরকিউ-১৭০’র স্থানীয় ভার্সন তৈরি করল। আটক মার্কিন ড্রোনটির হুবহু তৈরি করেছে ইরানি বিশেষজ্ঞরা। এটি প্রযুক্তিগত দিকের পাশাপাশি কার্যকারিতায়ও মার্কিন ড্রোনটির অনুরূপ

নতুন কমেন্ট যুক্ত করুন