কোবানিতে আবারও আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা

দুইদিন কিছুটা শান্ত থাকার পর সিরিয়ার কোবানিতে আবারও আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা ও কুর্দি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। মানবাধিকারকর্মীরা জানান, সোমবার রাতে আইএস যোদ্ধারা আক্রমণ করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

 কোবানিতে আবারও আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা

টিভিশিয়া: দুইদিন কিছুটা শান্ত থাকার পর সিরিয়ার কোবানিতে আবারও আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধা ও কুর্দি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। মানবাধিকারকর্মীরা জানান, সোমবার রাতে আইএস যোদ্ধারা আক্রমণ করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোবানির উত্তর পাশ থেকে সংঘর্ষ শুরু হয়। সেখানে বিস্ফোরণের পর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তুর্কি সীমান্তের কাছে অবস্থিত কোবানিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রবাহিনী রবি ও সোমবার ছয়টি বিমান হামলা চালানো সত্ত্বেও আইএস এ হামলা শুরু করে। ইরাকি কুর্দি পেশমার্গা বাহিনীর যোদ্ধাদের সিরিয়ায় প্রবেশে তুরস্ক সরকারের অনুমতির ঘোষণার পরই আইএস এ হামলা শুরু করল। এদিকে ইরাকি কুর্দি বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে কুর্দিদের সহায়তায় যোদ্ধা পাঠাতে প্রস্তুত রয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন