কুদস দিবস ও বাইতুল মোকাদ্দাস

কুদস' শব্দের অর্থ পবিত্র। মসজিদে আকসাকে কুদস বলা হয়। ইসলামের প্রথম কেবলা মসজিদুল আকসা। মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান। হজরত রাসূলে করিম (সা.) মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উল্লেখ করে

কুদস দিবস ও বাইতুল মোকাদ্দাস
'কুদস' শব্দের অর্থ পবিত্র। মসজিদে আকসাকে কুদস বলা হয়। ইসলামের প্রথম কেবলা মসজিদুল আকসা। মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান। হজরত রাসূলে করিম (সা.) মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উল্লেখ করেছেন যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। ইবনে মাজাহ শরিফে হজরত আনাস থেকে বর্ণিত রাসূল (সা.) বলেছেন, ঘরে নামাজ পড়লে ১ গুণ, মসজিদে ২৫ গুণ, মসজিদে নববী ও আকসায় ৫০ হাজার গুণ, মসজিদে হারামে ১ লক্ষ গুণ সওয়াব। বায়তুল মুকাদ্দাস ইসলামের প্রথম কেবলা। বায়তুল মুকাদ্দাস দুনিয়ার জন্য অসংখ্য ভূখণ্ডের মতো কোনো সাধারণ ভূখণ্ড নয়। এ পবিত্র ঘর থেকেই খাতামুন্নাবীয়ীন হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেছিলেন। এটি জিহাদের চারণভূমিও বটে। বায়তুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশপাশের এলাকা অনেক নবীর স্মৃতিবিজড়িত। এই পবিত্র নাম শুধু একটি স্থানের সঙ্গে জড়িত নয়, সব মুসলমানের ইমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ।
মসজিদে আকসা মানে দূরবর্তী মসজিদ; এর অন্য নাম হচ্ছে বাইতুল মোকাদ্দাস, মসজিদে ইলিয়া, সালাম, উরুসালেম, ইয়াবুস। হিব্রু শব্দ 'বেথহামমিকদাস' থেকে মাকদিস, যার মূল শব্দ কুদস। মুসলমানদের কাছে জেরুজালেম শহর 'আল কুদস'। আর জেরুজালেম শব্দটি রোমান ব্যবহূত কেনানি শব্দ 'ইউরোসালেম'থেকে। ঈসায়ী সাল ৩ হাজার বছর আগে আরব ইয়াবুসি গোত্রের প্রথম শাসক মালিক সাদেক-এর উপাধি ছিল সালেম (শান্তিপ্রিয়)-তার নামানুসারে ইউরোসালেম-পরে জেরুজালেম। জেরুসালেম ৩৪ ডিগ্রী অক্ষাংশ ও ৩১.৫২ ডিগ্রী দ্রাঘিমাংশের উত্তরে একটি পাহাড়ি (মোরিয়া, যাইতুন, সাহইউন, যাইতা, গাওল, সামউইল নবীর পাহাড়) এলাকায় অবস্থিত।

ফিলিস্তিন বা প্যালেস্টাইন এশিয়ার পশ্চিম অঞ্চলে ভূমধ্যসাগরের পূর্ব পাড়ে অবস্থিত। এর পূর্বে জর্ডান,পশ্চিমে মিসরের সিনাই মরুভূমি ও ভূমধ্যসাগর, উত্তরে সিরিয়ার গোলান হাইট, বেকা উপত্যকা ও লেবানন এবং দক্ষিণে আকাবা উপসাগর ও সৌদি আরবের উত্তর পশ্চিম সীমান্ত।

হযরত ইবরাহীম (আ.) কাবাঘর নির্মাণের ৪০ বছর পর হযরত ইয়াকুব (আ.) জেরুজালেমে আল-আকসা মসজিদ নির্মাণ করেন। অতঃপর হযরত সুলায়মান (আ.) এই পবিত্র মসজিদের পুনঃনির্মাণ করেন। ৬৩৮ ঈসায়ী সালে পুরো বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের অধীনে আসে। ১০৯৬ সালে খ্রিস্টান ক্রুসেডারগণ সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয়ার পর বাইতুল মুকাদ্দাস মসজিদের ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে। এরপর ১১৮৭ সালে মুসলিম বীর সুলতান সালাহউদ্দীন আইয়ুবী জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। সুলতান সালাহউদ্দীন আইয়ুবীর হাতে পরাজিত হওয়ার পর খ্রিস্ট শক্তি পিছু হটলেও ইহুদি চক্র বায়তুল মুকাদ্দাসের প্রতি লোলুপ দৃষ্টি রাখে। তারা ফিলিস্তিন থেকে শুরু করে সুদূর মদীনা পর্যন্ত সারা মুসলিম এলাকা নিয়ে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে।

মুসলমানদের প্রথম কিবলা উদ্ধারের জন্য মুসলিম উম্মাহকে জাগিয়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালে রমজানের শেষ শুক্রবারকে 'বিশ্ব কুদস দিবস' বলে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর পালিত হচ্ছে এই 'আল কুদস দিবস'।

নতুন কমেন্ট যুক্ত করুন