দ. কোরিয়া ইসরাইলগামী বিমানের ফ্লাইট বাতিল করল

দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবগামী বিমানের সব ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী সেনাদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে কোরীয় এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিমান কোম্পানির মুখপাত্র জানিয়েছেন।

দ. কোরিয়া ইসরাইলগামী বিমানের ফ্লাইট বাতিল করল
দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবগামী বিমানের সব ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী সেনাদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে কোরীয় এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিমান কোম্পানির মুখপাত্র জানিয়েছেন।

কোরিয়ার সবচেয়ে বড় বিমান কোম্পানিটি শুক্রবার জানিয়েছে- নিরাপত্তার বিষয়ে উদ্বেগ বাড়ার কারণে তেল আবিবগামী ১৯, ২২ এবং ২৪ জুলাইয়ের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ এয়ারলাইন্সটি তেল আবিব থেকে দক্ষিণ কোরিয়ার ইনচেওন শহরে যাওয়ার জন্য নির্ধারিত তিনটি ফ্লাইটও বাতিল করবে।

কোম্পানিটি বলছে, গাজায় হাজার হাজার ইসরাইলি সেনার স্থল অভিযান এবং ইউক্রেনের আকাশসীমায় মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার পর বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এ কারণে তারা তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন